১৮১ রানে পিছিয়ে থেকেও বাংলাদেশের ইনিংস ঘোষণা

২৫ নভেম্বর ২০২৪

১৮১ রানে পিছিয়ে থেকেও বাংলাদেশের ইনিংস ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ পেস তোপ সামলে জাকের আলী-তাইজুল ইসলাম জুটির কল্যাণে আগের দিন ফলো-অন এড়িয়ে ছিল বাংলাদেশ। এরপর টেইলএন্ডারদের ব্যাটে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল তারা। তবে চতুর্থ দিন আর ব্যাটিংয়ে নামেনি টাইগাররা। ৯ উইকেটে ২৬৯ রানেই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সফরকারীরা তখন পিছিয়ে ছিল ১৮১ রানে।

রোববার অ্যান্টিগায় ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এদিন ক্যারিয়ারের ২১তম ফিফটি হাঁকানোর পর ১১৬ বলে ৫০ রান করে বিদায় নেন মুমিনুল হক। ক্রিজে লম্বা সময় কাটালেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি লিটন দাস ও অধিনায়ক মিরাজ। ৭৬ বলে ৪০ রান করে লিটন এবং ৬৭ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন মিরাজ।

আলজারি জোসেফ, জেইডেন সিলস ও জাস্টিন গ্রিভসের পেস তোপে ১৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলো-অনের শঙ্কায় ছিল বাংলাদেশ। তবে সপ্তম উইকেটে তাইজুলকে নিয়ে ৬৮ রানের জুটি গড়ে সেই শঙ্কা কিছুটা এড়ান জাকের। ৬৩ বলে ২৫ রান করা তাইজুল ফিরলে ভাঙে এই জুটি।

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ফিফটি তুলে নেওয়া জাকের ৫৩ রান করে ফিরলেও তাসকিন ও হাসান মাহমুদের ব্যাটে ফলো-অন এড়ায় বাংলাদেশ।

মন্তব্য করুন: