কোহলিকে আমাদেরই বেশি প্রয়োজন: বুমরাহ
২৫ নভেম্বর ২০২৪
অস্ট্রেলিয়া সফরের আগে আলোচনায় ছিল ব্যাট হাতে বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম। পার্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর সমালোচনাও হয় বেশ। তবে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শতক হাঁকিয়ে সব সমালোচনার জবাব দিয়েছেন ভারতের এই ব্যাটিং তারকা। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সতীর্থকে প্রশংসায় ভাসিয়েছেন যশপ্রীত বুমরাহ।
সোমবার পার্থে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারায় ভারত। ক্যারিয়ারের ৩০তম টেস্ট সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে কোহলি অপরাজিত থাকেন ১০০ রানে। তিন ফরম্যাট মিলিয়ে তার শতকের সংখ্যা এখন ৮১টি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারত দলে কোহলির গুরুত্বের কথা বলতে গিয়ে এই ম্যাচের অধিনায়ক বুমরাহ বলেন, “আমি আগেও বলেছি, বিরাট কোহলির আমাদেরকে দরকার নেই, তাকে আমাদের প্রয়োজন। তিনি অভিজ্ঞ খেলোয়াড়। অস্ট্রেলিয়ায় এটি তার চতুর্থ বা পঞ্চম সফর। তাই নিজের খেলাটা তিনি অন্যদের চেয়ে ভালো বোঝেন।”
এই সফরের আগে সাদা পোশাকে সময়টা একমদই ভালো যাচ্ছিল না কোহলির। ১৬ মাস ধরে ছিল না কোনো সেঞ্চুরি। ঘরের মাঠে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলা ৫ ম্যাচে ছিলেন একদমই নিষ্প্রভ। ফিফটি ছিল কেবল একটি। পাঁচ টেস্টে তার ব্যাটিং গড় ছিল মাত্র ২১ দশমিক ৩৩। কিউইদের কাছে হোয়াইটওয়াশড হওয়া সিরিজে ৬ ইনিংসে রান করেন মাত্র ৯৩।
স্বাভাবিকভাবেই সিরিজ শুরুর আগে থেকেই বেশ সমালোচনার মধ্যে ছিলেন ৩৬ বছর বয়সী এই ব্যাটার। তবে খারাপ সময়কে পেছনে ফেলে কীভাবে খেলতে সেটি কোহলির ভালো করেই জানা বলে জানান বুমরাহ।
“মানসিকভাবে তিনি ভালো অবস্থানে ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে মাঝে মধ্যে অনেক কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে হয়। তিনিও লম্বা একটা সময় ধরে কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করে আসছেন। তবে প্রতিটি ম্যাচে সবসময় পারফর্ম করা কঠিন।”
পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-০তে এগিয়ে আছে ভারত। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেইডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে দিবা-রাত্রির।
মন্তব্য করুন: