লাঞ্চের আগে ৩ উইকেট তুলে নিল বাংলাদেশ
২৫ নভেম্বর ২০২৪
১৮১ রানে পিছিয়ে থেকেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। বল হাতে সকালে পিচের সুবিধা নিতে ভুল করেননি পেসাররা। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নিয়ন্ত্রিত লাইন-লেন্থে মধ্যাহ্ন ভোজের বিরতির আগেই ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিয়েছে সফরকারীরা।
সোমবার অ্যান্টিগায় ৩ উইকেটে ৬১ রানে চতুর্থ দিনের মধ্যাহ্ন ভোজের বিরতিতে গেছে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ইনিংসে তারা এগিয়েছে ২৪২ রানে। ১০ রানে কাভেম হজ ও ১৬ আলিক অ্যাথানেজ বিরতির পর খেলা শুরু করবেন।
দিনের খেলা শুরুর আগেই বড় চমক হয়ে আসে বাংলাদেশের ইনিংস ঘোষণা। আগের দিনের ৯ উইকেটে ২৬৯ রানেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পরে ধারাভাষ্যকাররা জানান, দিনের খেলা শুরুর ১০ মিনিট আগে এই সিদ্ধান্ত নেয় টাইগাররা।
বোলিংয়ে নেমে শুরুতেই দুটো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তাসকিনের করা তৃতীয় ওভারের দ্বিতীয় বলে স্লিপে ক্রেইগ ব্র্যাথওয়েইটের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু। পরের বলে মিকাইল লুইসকে আউটের জন্য এলবিডাব্লিউর আবেদন করেছিল তারা। তবে আম্পায়ার সাড়া দেননি। কিন্তু পরে রিপ্লেতে দেখা যায় রিভিউ নিলে আউট হতেন এই ক্যারিবিয়ান ওপেনার।
তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি লুইসের ইনিংস। নিজের পরের ওভারেই তাকে কটবিহাইন্ড করে তুলে নেন তাসকিন। এরপর একাদশ ওভারে কেসি কার্টিকেও তুলে নেন এই ডানহাতি পেসার। দ্বিতীয় স্লিপে ক্যাচ তালুবন্দি করেন মাহমুদুল হাসান জয়। পরের ওভারে উইকেট শিকারে যোগ দেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার ফেরান শুরুতেই জীবন পাওয়া ব্র্যাথওয়েইটকে (২৩)। তবে এবার দ্বিতীয় স্লিপে ক্যারিবিয়ান অধিনায়ক ক্যাচ মিস করেননি জয়।
বাকিটা সময় বাংলাদেশ বোলারদের দেখেশুনে খেলে পার করেন হজ ও অ্যাথানেজ।
মন্তব্য করুন: