তাসকিনের পেস তোপে ১৫২ রানেই শেষ উইন্ডিজ, বাংলাদেশের লক্ষ্য ৩৩৪
২৬ নভেম্বর ২০২৪
বল হাতে দিনের শুরুটা দারুণ করেছিলেন তাসকিন আহমেদ। এরপর দ্বিতীয় সেশনে ডানহাতি এই পেসারের তোপে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। নিঁখুত লাইন-লেন্থের সঙ্গে পেসের মিশেলে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের গুটিয়ে দিলেন ১৫২ রানে। আর সিরিজের প্রথম টেস্ট জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৩৪ রানের।
সোমবার অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিন নিজের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট শিকার করেন তাসকিন। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৪ ওভার ১ বলে ৬৪ রানে তুলে নেন ৬ উইকেট। এটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশি পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগার।
এই ম্যাচ জিততে হলে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে হবে বাংলাদেশকে। ২০০৯ সালে গ্রানাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৫ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল টাইগাররা।
বল হাতে তাসকিনের আগুন ঝরানোর আগে বড় চমক হয়ে আসে ১৮১ রানে পিছিয়ে থাকতেই বাংলাদেশের ইনিংস ঘোষণার বিষয়টি। আগের দিনের ৯ উইকেটে ২৬৯ রানেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পরে ধারাভাষ্যকাররা জানান, দিনের খেলা শুরুর ১০ মিনিট আগে এই সিদ্ধান্ত নেয় টাইগাররা।
তাসকিনের সঙ্গে বল হাতে সকালের পিচের সুবিধা নিতে ভুল করেননি আরেক পেসার শরিফুল ইসলাম। তবে শুরুতে তৃতীয় ওভারে সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তাসকিনের করা ওভারের দ্বিতীয় বলে স্লিপে ক্রেইগ ব্র্যাথওয়েইটের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
পরের বলে মিকাইল লুইসকে আউটের জন্য এলবিডাব্লিউর আবেদন করেছিল তারা। তবে আম্পায়ার সাড়া দেননি। কিন্তু পরে রিপ্লেতে দেখা যায় রিভিউ নিলে আউট হতেন তিনি। অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি লুইসের ইনিংস। নিজের পরের ওভারেই তাকে কটবিহাইন্ড করে তুলে নেন তাসকিন। এরপর একাদশ ওভারে কেসি কার্টিকেও তুলে নেন এই ডানহাতি পেসার। দ্বিতীয় স্লিপে ক্যাচ তালুবন্দি করেন মাহমুদুল হাসান জয়।
পরের ওভারে উইকেট শিকারে যোগ দেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার ফেরান শুরুতেই জীবন পাওয়া ব্র্যাথওয়েইটকে (২৩)। তবে এবার দ্বিতীয় স্লিপে ক্যারিবিয়ান অধিনায়ক ক্যাচ মিস করেননি জয়।
মধ্যাহ্ন ভোজের বিরতির পর বোলারদের ওপর কিছুটা আগ্রাসীভাবে খেলতে থাকেন কাভেম হজ ও আলিক অ্যাথানেজ। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি তাসকিন। হজকে (১৫) কটবিহাইন্ড করিয়ে ভাঙেন চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি। পরের ওভারেই আগ্রাসী অ্যাথানেজকে (৪৪) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ।
এরপরের ওভারে দারুণ এক ডেলিভারিতে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিভসের স্টাম্প ভাঙেন তাসকিন। মাঝে জশুয়া দা সিলভাকে (২২) তাইজুল ইসলাম এবং আলজারি জোসেফকে (১৭) মিরাজ তুলে নেন। এরপর শেষটা করেন তাসকিন।
দারুণ এক ইয়র্কারে শামার জোসেফকে বোল্ড করে পঞ্চম শিকারটি ধরেন ২৯ বছর বয়সী এই পেসার। পরের ওভারে তার স্লোয়ার ডেলিভারি বুঝতে পারেননি কেমার রোচ। আগে ব্যাট চালিয়ে মিড-অনে ক্যাচ তোলেন তিনি। উড়িয়ে মিরাজ দারুণভাবে বলটি তালুবন্দি করলে ৪৬ ওভার ১ বলে শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস
মন্তব্য করুন: