এবার আবু ধাবি টি-টেন লিগে ৩ বলে ৩০ রান

২৬ নভেম্বর ২০২৪

এবার আবু ধাবি টি-টেন লিগে ৩ বলে ৩০ রান

কদিন আগেই আবু ধাবি টি-টেন লিগে বিশাল বড় নো বল করে আলোচনায় আসেন এক পেসার। এবার সেই লিগে ঘটেছে ৩ বলে ৩০ রান দেওয়ার ঘটনা। অবাক করা কাণ্ডটি ঘটিয়েছেন শ্রীলঙ্কার দাসুন শানাকা। সোমবার দিল্লি বুলসের বিপক্ষে ম্যাচের নবম ওভারে এই ঘটনা ঘটে।

সাকিব আল হাসানের বাংলা টাইগার্সের হয়ে খেলেন শানাকা। এই দলে আছেন রশিদ খান, লিয়াম লিভিংস্টোনের মতো আন্তর্জাতিক তারকারাও। ম্যাচের নবম ওভারে প্রথমবারের মতো শানাকাকে বোলিংয়ে আনেন অধিনায়ক সাকিব। প্রথম বলে চার হজম করার পরেই গড়বড় করে ফেলেন শানাকা।

পরের ডেলিভারিতে নো বল করে চার হজম করেন তিনি। এরপরের ডেলিভারিতেও একই কাজ করেন শ্রীলঙ্কাকে এশিয়া কাপ জেতানো এই অধিনায়ক। এবারও হজম করেন বাউন্ডারি। পরের দুটি বৈধ ডেলিভারিতে তাকে একটি করে চার ও ছক্কা মারেন ভারতের নিখিল চৌধুরী। এরপর আবারও দুটি নো বল করেন শানাকা, যার মধ্যে চতুর্থ নো বলে হজম করেন আরেকটি চার।

ওভারের শেষ তিন ডেলিভারিতে অবশ্য আর কোনো নো বল করেননি ডানহাতি এই মিডিয়াম পেসার। পুরো ওভারে মোট রান রান দেন ৩৩, যার ৩০ রানই আসে প্রথম তিন ডেলিভারিতে।

শানাকার এমন অদ্ভূতুড়ে ওভারের পরও জয় পেতে অসুবিধা হয়নি বাংলা টাইগার্সের। লিভিংস্টোনের ১৫ বলের ফিফটিতে দুই বল হাতে রেখেই ১২৪ রানের লক্ষ্যে পৌঁছায় সাকিবের দল। বল হাতে ১ ওভারে ২৫ রান দিয়ে কোনো উইকেট না পাওয়া সাকিব ব্যাটিংয়ে নামেননি।

বিলালের এই নো বলের সঙ্গে ফিক্সিংয়ের গন্ধ খুঁজে পান অনেকেইএর আগে গত শুক্রবার স্যাম্প আর্মি ও নিউ ইয়র্ক স্ট্রাইকার্স ম্যাচে অস্বাভাবিক বড় নো বলটি করেন হযরত বিলাল। স্যাম্প আর্মির এই পেসার পপিং ক্রিজের এক ফুটের বেশি বাইরে গিয়ে একটি ডেলিভারি করেন। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ফিক্সিংয়ের গন্ধ খুঁজে পান। এবার শানাকার ৩ বলে ৩০ রান দেওয়ার ঘটনাকেও সেভাবেই দেখছেন অনেকে।

মন্তব্য করুন: