প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট লিগের শিরোপা সিলেটের
২৬ নভেম্বর ২০২৪
বরিশাল বিভাগকে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপায় এক হাত দিয়ে রেখেছিল সিলেট বিভাগ। তবে আনুষ্ঠানিকতার জন্য তাদের অপেক্ষায় থাকতে হয় রংপুর বিভাগ ও ঢাকা মহানগরের ম্যাচের দিকে। কিন্তু সেই ম্যাচ ড্র হওয়ায় প্রথমবারের মতো শিরোপা নিজেদের করে নিয়েছে সিলেট।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শেষ দিন জয়ের জন্য স্বাগতিকদের দরকার ছিল ১০৫ রান। তবে ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় সিলেট। কিন্তু চতুর্থ উইকেটে নাসুম আহমেদকে নিয়ে ৭৭ রানের জুটি গড়ে দলকে জয়ের দাঁড়প্রান্তে নিয়ে আসেন অধিনায়ক অমিত হাসান।
লক্ষ্য থেকে ১ রান দূরে রাখতে ৪৪ রান করা নাসুমসহ আরও এক উইকেট হারায় সিলেট। এরপর সেই রানটি নিয়ে দলের নিশ্চিত করেন ৩৮ রান করা অমিত। চলতি লিগে এখন পর্যন্ত ব্যাট হাতে ৬৬১ রান করেছেন এই উইকেটকিপার-ব্যাটার। ৬ ম্যাচে দুটি শতকের পাশাপাশি হাঁকিয়েছেন তিনটি ফিফটি। সর্বোচ্চ ২১৩ রান।
সিলেটের শিরোপা জয়ের উৎসব পালনের অপেক্ষায় থাকতে হয় রংপুর-ঢাকা মহানগর ম্যাচের ফলের জন্য। কক্সবাজারে অনুষ্ঠিত এই ম্যাচে রংপুর জিতলে আরও একটি ম্যাচ অপেক্ষা করতে হতো সিলেটকে। কিন্তু সেটি ড্র হওয়ায় এক ম্যাচ আগেই শিরোপা নিজেদের করে নিয়েছে তারা।
৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে সিলেটের পয়েন্ট ৩৭। ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ঢাকা বিভাগ।
মন্তব্য করুন: