সবচেয়ে কম বয়সে আইপিএলে দল পাওয়া সূর্যবংশী কে?
২৬ নভেম্বর ২০২৪
বয়স মাত্র ১৩ বছর। অথচ এই বয়সেই বৈভব সূর্যবংশীকে দলে পেতে রীতিমত যুদ্ধে নেমেছিল আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে নেয় রাজস্থান। এরই সঙ্গে আইপিএলের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দল পাওয়ার রেকর্ড গড়েছেন বিহারের এই ক্রিকেটার।
সোমবার ২০২৫ আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিন বড় চমক হয়ে আসে সূর্যবংশীর দল পাওয়ার বিষয়টি। রাজস্থান তাকে দলে নেওয়ার দিন তার বয়স ছিল ১৩ বছর ২৪৩ দিন। এর আগে ২০১৯ আইপিএলের নিলামে ১৬ বছর ৫৪ দিন বয়সী প্রয়াস রায় বর্মণকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ক্রিকেট বিশ্বে সূর্যবংশী প্রথম আলোচনায় আসেন গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে। ভারত যুব দলের হয়ে সেই ম্যাচে ৫৮ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। সে সময় তার বয়স ছিল ১৩ বছর ১৮৭ দিন। ১০৪ রান করে ভেঙে দেন যুব ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। আগে এই রেকর্ডের মালিক ছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ বছর ২৪১ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
এর আগে গত জানুয়ারিতে ১২ বছর ২৮৪ দিন বয়সে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় সূর্যবংশীর। বিহারের হয়ে সেই ম্যাচে অবশ্য তেমন কিছু করে দেখাতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। দুই ইনিংসে করেন ১৯ ও ১২ রান।
ট্রিপল সেঞ্চুরিও আছে সূর্যবংশীর নামের পাশে। বিহারের অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে তিনি অপরাজিত ৩৩২ রানের ইনিংস খেলেন। ৪৮ চার ও ১৫ ছক্কায় ১৭৮ বলের সেই ইনিংসটি সাজান।
গত সপ্তাহে বিহারের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফি দিয়ে টি-টুয়েন্টিতে অভিষেক হয় সূর্যবংশীর। রাজস্থানের বিপক্ষে ম্যাচে ৬ বলে ২ ছক্কায় তিনি ১৩ রান করেন।
মন্তব্য করুন: