ইতিহাস গড়ে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

২৭ নভেম্বর ২০২৪

ইতিহাস গড়ে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

শারমিন আক্তারের রেকর্ড ফিফটিতে আগে ব্যাট করে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছিল বাংলাদেশের মেয়েরা। লক্ষ্য তাড়ায় বোলারদের দাপটে একশ রানের আগেই গুটিয়ে গেল আয়ারল্যান্ড। আর এতেই নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ১৫৪ রানের ব্যবধানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে শারমিনের ৯৬ ও ওপেনার ফারজানা হকের ৬১ রানের সুবাদে ৪ উইকেটে ২৫২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে সুলতানা খাতুন ও নাহিদা আক্তারের ৩টি করে এবং মারুফা আক্তারের ২ উইকেট শিকারে ৯৮ রানেই গুটিয়ে যায় আইরিশরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো আড়াইশ বা তার বেশি রান করে বাংলাদেশ। এর আগে গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩ উইকেটে ২৫০ রান করেছিল জ্যোতির দল, যা এতদিন মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ছিল।

সেই ম্যাচেই ১১৯ রানে জিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ের আগের রেকর্ড গড়েছিল তারা।

এদিন বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ১৬ মাসের বেশি সময় পর ওয়ানডে খেলতে নামা শারমিন। ৫৯ রানের উদ্বোধনী জুটি ভাঙলে ক্রিজে আসেন ডানহাতি এই ব্যাটার। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকা শারমিন ফিফটি তুলেন নেন ৪১ বলে। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে এটিই দ্রুততম ফিফটি। আগের রেকর্ডটি ছিল রুমানা আহমেদের। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে তিনি ৪৪ বলে ফিফটি করেছিলেন।

ফারজানাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৫ বলে ১০৪ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন শারমিন। ২৮ বছর বয়সী এই ক্রিকেটারের চোখ ছিল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে। কিন্তু ইনিংসের ৭ বল বাকি থাকতেই থামতে হয় তাকে। ৮৮ বলের তার ইনিংসটি সাজান ১৪টি চারে।

লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারানো আয়ারল্যান্ডের ইনিংসের স্থায়িত্ব হয় ২৮ ওভার ৫ বল। সফরকারীদের দু'জন ব্যাটার রানআউট হন।

আগামী শনিবার একই মাঠে সকাল ১০টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুদল।

মন্তব্য করুন: