অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে বুমরাহ, দুইয়ে জয়সোয়াল
২৭ নভেম্বর ২০২৪
পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৯৫ রানের জয়ে বড় অবদান রেখেছিলেন যশপ্রীত বুমরাহ ও যশস্বী জয়সোয়াল। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন ভারতের এই দুই ক্রিকেটার। বোলারদের টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন বুমরাহ। আর ব্যাটারদের র্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠেছেন জয়সোয়াল।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ের ক্যারিয়ার সেরা ৮৮৩ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ উপরে উঠেছেন বুমরাহ। অন্যদিকে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠতেও দুই ধাপ এগিয়েছেন জয়সোয়াল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়া তাসকিন আহমেদ ১৬ ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ের ৫১ নম্বরে আছেন।
গত অক্টোবরে বুমরাহকে সরিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন কাগিসো রাবাদা। গত সোমবার শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আগুন ঝরানো বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার এই পেসারকে সরিয়ে আবারও শীর্ষস্থান দখল করেন বুমরাহ। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি।
বুমরাহ শীর্ষস্থান ফিরে পাওয়ায় এক ধাপ করে নিচে নেমে দুইয়ে রাবাদা এবং তিন নম্বরে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।
অন্যদিকে পার্থ টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে সাজঘরে ফেরা জয়সোয়াল দ্বিতীয় ইনিংসে ফিরে আসেন দুর্দান্তভাবে। অস্ট্রেলিয়ার বোলারদের কোনো সুযোগ না দিয়ে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। শেষ পর্যন্ত বাঁহাতি এই উদীয়মান ব্যাটারের ইনিংস থামে ১৬১ রানে।
একই ইনিংসে ক্যারিয়ারের ৩০তম শতক হাঁকান বিরাট কোহলি। ৯ ধাপ এগিয়ে সময়ের অন্যতম সেরা এই ব্যাটিং তারকা আছেন ১৩ নম্বরে।
ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ স্টিভেন স্মিথ দুই ধাপ নিচে নেমে তালিকার ৭ নম্বরে অবস্থান করছেন। চার ধাপ নিচে নেমে মারনাস লাবুশেন আছেন ১৪ নম্বরে। তবে উন্নতি হয়েছে দ্বিতীয় ইনিংসে ৮৯ রানের ইনিংস খেলা ট্র্যাভিস হেডের। তিন ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ব্যাটার আছেন দশম স্থানে।
৯০৩ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। তিনে নিউ জিল্যান্ডের কেইন উইলিয়ামসন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মঙ্গলবার শেষ হওয়া অ্যান্টিগা টেস্টে ব্যাট-বল হাতে অবদান রেখে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। দুই ইনিংস মিলিয়ে ব্যাট হাতে ৬৮ রান করার পাশাপাশি বল হাতে ৪ উইকেট নেন বাংলাদেশ অধিনায়ক। যথারীতি এই তালিকার প্রথম দুটি স্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
মন্তব্য করুন: