১১ জন বোলিং করে টি-টুয়েন্টিতে রেকর্ড

২৯ নভেম্বর ২০২৪

১১ জন বোলিং করে টি-টুয়েন্টিতে রেকর্ড

টি-টুয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সাধারণত ৫ থেকে ৬ জনের বেশি বোলিং করে থাকে না। খুব বেশি হলেও কোনো অধিনায়ক ৭ থেকে ৮ জনকে দিয়ে বোলিং করিয়ে থাকেন। কিন্তু ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এক ইনিংসে বল করেছেন দলের ১১ জন ক্রিকেটারই, যা স্বীকৃত টি-টুয়েন্টির ইতিহাসেই প্রথম।

শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মণিপুরের বিপক্ষে ম্যাচে দলের ১১ জনকে দিয়েই বোলিং করায় দিল্লি। হাত ঘুরিয়েছেন উইকেটকিপারের ভূমিকায় থাকা আনুজ রাওয়াতও। স্বীকৃত ক্রিকেটে প্রথমবারের মতো বোলিংয়ে এসে সেই ওভারে তিনি দেন ১৪ রান।

দিল্লির ১১ বোলারের মধ্যে ৩ জন করেছেন ৩ ওভার করে, ৩ জন দুই ওভার করে। আর বাকি ৫ জন বোলিং করেন ১ ওভার করে। তবে খুব বেশি রান তুলতে পারেনি মণিপুর। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১২০ রান। লক্ষ্য তাড়ায় ৪ উইকেটের জয় পায় দিল্লি।

এর আগে ২০ ওভারের ম্যাচে সর্বোচ্চ ৯ জন বোলার ব্যবহারের ঘটনা দেখা গেছে বেশ কয়েকবার।

আন্তর্জাতিক ক্রিকেটে কেবল টেস্টে ১১ বোলারের ব্যবহার করার নজির রয়েছে। এখন পর্যন্ত এই ঘটনা ঘটেছে ৪ বার। সবশেষ ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১ জনকে দিয়ে বোলিং করিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথ।

অন্যদিকে আন্তর্জাতিক ওয়ানডে ও টিটুয়েন্টি ম্যাচে এখন পর্যন্ত কোনো দল ৯ জনের বেশি বোলার ব্যবহার করেনি।

মন্তব্য করুন: