অধিনায়ক তামিমের সেঞ্চুরিতে জয় দিয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের
২৯ নভেম্বর ২০২৪
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরির ওপর ভর করে ব্যাট হাতে লড়াকু সংগ্রহ গড়েছিল বাংলাদেশের। লক্ষ্য তাড়ায় একটা সময় পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকেই রেখেছিল আফগানিস্তান। কিন্তু বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ৪৫ রানের জয় দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে যুবারা।
শুক্রবার দুবাইয়ে যুব এশিয়া কাপের প্রথম ম্যাচে তামিমের ১০৩ রানের ওপর ভর করে ৯ উইকেটে ২২৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ৪ উইকেটে ১৫৯ রান নিয়ে জয়ের পথে ছিল আফগানরা। কিন্তু আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমনের বোলিং তোপে ১৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে তারা অলআউট হয় ১৮৩ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ওভারেই হারায় ওপেনার জাওয়াদ আবরারের উইকেট। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার কালাম সিদ্দিকীকে (৬৬) নিয়ে ১৪২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তামিম।
তবে এই জুটি ভাঙতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা। আর কোনো ব্যাটার তামিমকে সঙ্গ দিতে না পারায় স্কোর বড় হয়নি। সপ্তম ব্যাটার হিসেবে ১৩৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করে ফেরেন তামিম।
লক্ষ্য তাড়ায় সাবধানী শুরু করে আফগানরা। নবম ওভারে প্রথম উইকেট হারালেও দেখে শুনে খেলতে থাকে তারা। দ্বিতীয় উইকেট ৪৫ রানের জুটির পর তৃতীয় উইকেট জুটি থেকে আসে ৫০ রান।
৪০তম ওভারে আফগান ইনিংসের ধসের শুরুটা করেন ইমন। ডানহাতি এই পেসার ফেরান নাজিফুল্লাহ আমিরিকে। এরপর তার সঙ্গে যোগ দেন মারুফ মৃধা ও ফাহাদ। শেষ পর্যন্ত ৪৭ ওভার ৫ বলে গুটিয়ে যায় আফগানরা।
ফাহাদ ও ইমনের শিকার ৩টি করে উইকেট। ২টি উইকেট নেন মারুফ।
মন্তব্য করুন: