চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ মুল্ডারের
২৯ নভেম্বর ২০২৪
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ডারবান টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন ভিয়ান মুল্ডার। সেই চোটের কারণে এবার পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন এই অলরাউন্ডার। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে উইকেটকিপার-ব্যাটার ম্যাথিউ ব্রিটস্কিকে।
গত বুধবার ডারবানে টেস্টের প্রথম দিন ডানহাতে মাঝের আঙুলে আঘাত পান মুল্ডার। লাহিরু কুমারার করা ২৭তম ওভারের প্রথম বলে এই ঘটনা ঘটে। এরপর মাঠে প্রায় ১০ মিনিটের বেশি সময় চিকিৎসা নেওয়ার পর দুটি বল খেলেন ২৬ বছর বয়সী মুল্ডার। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। পরে প্রোটিয়াদের নবম উইকেটেরে পতনে পর আবারও ব্যাটিংয়ে নেমেছিলেন মুল্ডার। শেষ পর্যন্ত ৯ রানে অপরাজিত থাকেন তিনি। প্রথম দিনের মধ্যহ্ন ভোজের বিরতিতে মুল্ডারের আঙুলে এক্স-রে করানো হয়। সেখানেই চিড় ধরা পরে।
অবশ্য দ্বিতীয় ইনিংসে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ডানহাতি এই ব্যাটার করেন ১৫ রান।
মুল্ডারের ছিটকে যাওয়ায় চলমান টেস্টে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ কিছুটা ধাক্কা খেল। কাগিসো রাবাদা, মার্কো ইয়েনসেন, জেরাল্ড কুটসিয়ার সঙ্গে চতুর্থ পেসার হিসেবে ছিলেন তিনি। ফলে এখন তিনজন পেসার নিয়ে ম্যাচ শেষ করতে হবে প্রোটিয়াদের।
মন্তব্য করুন: