অস্ট্রেলিয়ার বিপদ বাড়িয়ে ২য় টেস্ট থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড
৩০ নভেম্বর ২০২৪
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মিচেল মার্শকে পাওয়া নিয়ে আগে থেকেই শঙ্কা আছে। এবার অ্যাডিলেইড টেস্ট শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন জশ হ্যাজেলউড।
শনিবার এক বিবৃতি ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, হ্যাজেলউডের বাঁ পাশে মাংসপেশীতে টান পড়েছে। ম্যাচ থেকে ছিটকে গেলেও দলের সঙ্গে অ্যাডিলেইডের পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন তিনি। তার বদলে দ্বিতীয় টেস্টের দলে নেওয়া হয়েছে শন অ্যাবট ও ব্রেন্ডন ডাগেটকে।
দুই পেসারকে দলে নেওয়া হলেও হ্যাজেলউডের বদলি হিসেবে স্কট বোল্যান্ডের খেলা অনেকটাই নিশ্চিত। আগে থেকেই বিকল্প পেসার হিসেবে দলের সঙ্গে আছেন তিনি। গত বছর জুলাইয়ে অ্যাশেজে সবশেষ অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামেন এই ডানহাতি পেসার। ১০ টেস্টে তার উইকেট ৩৫টি। এর মধ্যে ঘরের মাঠে ৬ টেস্টে ২৮টি।
১০ টেস্ট পর প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও হ্যাজেলউড পেসত্রয়ীকে ছাড়া মাঠে নামতে যাচ্ছে অস্ট্রেলিয়া। পার্থে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন তারা। পেস তোপে প্রথম ইনিংসে ১৫০ রানেই গুটিয়ে যায় ভারত। ২৯ রানের বিনিময়ে হ্যাজেলউড শিকার করেছিলেন ৪ উইকেট।
অন্যদিকে মার্শের ফিটনেসের বিষয়টি মাথায় রেখে আগেই দ্বিতীয় টেস্টের দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার বেউ ওয়েবস্টারকে। শেষ পর্যন্ত অ্যাডিলেইড টেস্টের আগে মার্শ ফিট হয়ে না উঠলে ওয়েবস্টারের অভিষেক হতে পারে।
অ্যাডিলেইডে আগামী শুক্রবার শুরু হবে দিবা-রাত্রির টেস্টটি। পার্থ টেস্ট ২৯৫ রানে জিতে ইতোমধ্যে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
মন্তব্য করুন: