কেমন ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা চক্র

৩০ নভেম্বর ২০২৪

কেমন ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা চক্র

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই চক্রে একদমই বিবর্ণ ছিল বাংলাদেশের পারফরম্যান্স। দুই চক্র মিলিয়ে জিতেছিল মাত্র একটি ম্যাচ। তবে ২০২৩-২৫ চক্রের শুরুটা বেশ দুর্দান্তভাবে শুরু করেছিল টাইগাররা। কিন্তু সময় যত গড়িয়েছে, পারফরম্যান্স ততই হতাশাজনক হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে এবারের চক্রে বাংলাদেশের খেলা। দেখে নেওয়া যাক কেমন ছিল টাইগারদের পারফরম্যান্স।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় পেয়েছে ৩টিতে, হেরেছে বাকিগুলোতে। পরিসংখ্যান ও সাফল্যের বিচারে এটিই টাইগারদের সেরা আসর। তবে ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের একদম তলানিতে।

২০২১-২০২৩ চক্রে ১২ ম্যাচে দলের জয় ছিল কেবল ম্যাচে, নিউ জিল্যান্ডের বিপক্ষে। আর ২০১৯-২১ চক্রের প্রথম আসরে ৭ ম্যাচে বাংলাদেশ ছিল জয়হীন। স্বাভাবিকভাবেই সেই দুই চক্রেও তারা ছিল পয়েন্ট তালিকার একদম শেষে।

আগের দুই চক্রে বাংলাদেশের একমাত্র জয়টি আসে নিউ জিল্যান্ডের মাটিতেগত বছর নভেম্বরে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হয়েছিল ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের অভিযান। সিলেটে অনুষ্ঠিত প্রথম ম্যাচে পূর্ণ শক্তির কিউইদের ১৫০ রানে হারিয়ে আসর শুরু করেছিল তারা। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টেও জয়ের ভালো সম্ভাবনা জাগিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ হারে তারা ৪ উইকেটে।

এরপর মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে রীতিমত ধরাশায়ী হয়েছিল স্বাগতিকরা। একটি ম্যাচেও নূন্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তারা। প্রথম টেস্টে ৩২৮ রানে হারের পর দ্বিতীয় টেস্টে তারা হারে ১৯২ রানে।

তবে পাকিস্তানের বিপক্ষে পরের সিরিজেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দেশের টেস্ট ইতিহাসের সেরা সাফল্যও বলা হয় সেই সিরিজকে। পাকিস্তানের মাটিতে দুর্দান্ত প্রতাপের সঙ্গে স্বাগতিকদের গুঁড়িয়ে হোয়াইটওয়াশড করে তারা। প্রথম টেস্ট ১০ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচ জেতে তারা ৬ উইকেটে।

পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশসিরিজ শেষে পয়েন্ট তালিকার ৪ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু এরপর থেকেই ছন্দপতনের শুরু। পরের পাঁচ ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা। প্রতিটিতেই হেরেছে বেশ বাজেভাবে, যার শুরুটা হয় ভারতের মাটিতে।

পেসারদের তোপে চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রথম টেস্টের শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। কিন্তু এরপরই খেই হারিয়ে ফেলে তারা। প্রথম দিনের প্রথম সেশনের পর পুরো ম্যাচে আর কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি সফরকারীরা। ম্যাচ হারে ২৮০ রানে।

এরপর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট তো হেরে বসে মাত্র আড়াই দিনের ব্যবধানে। বৃষ্টির কারণে সেই ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা মাঠেই গড়ায়নি। এরপরও রোহিত শর্মার দলের আগ্রাসনে ৭ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ।

পরের সিরিজে ঘরের মাঠে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয় শান্তর দল। ব্যাটারদের দৈন্যদশায় কোনো প্রতিরোধ ছাড়া অসহায় আত্মসমর্পণ করে স্বাগতিকরা। মিরপুর টেস্ট ৭ উইকেটে হারের পর চট্টগ্রাম টেস্ট হারে ইনিংস ও ২৭৩ রানের ব্যবধানে।

চলতি চক্রে নিজেদের শেষ সিরিজ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছে বাংলাদেশ। এখানেও সঙ্গী তাদের ব্যাটিং ব্যর্থতা। ক্যারিবিয়ান পেস ঝড়ে কাবু হয়ে অ্যান্টিগায় প্রথম ম্যাচ হেরেছে তারা ২০১ রানে।

জ্যামাইকায় সিরিজের শেষ টেস্ট শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায়। নিজেদের সেরা টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষটা নিশ্চয় জয় দিয়েই করতে চাইবে টাইগাররা।

মন্তব্য করুন: