পেসারদের দাপটে ক্রাইস্টচার্চ টেস্টের নিয়ন্ত্রণে ইংল্যান্ড
৩০ নভেম্বর ২০২৪
আগের দিনই একের পর এক ক্যাচ মিসের খেসরাত দিতে হয়েছিল নিউ জিল্যান্ডকে। চারবার জীবন পাওয়া জীবন পাওয়া হ্যারি ব্রুক তৃতীয় দিন সকালে পেলেন আরও একটি। সুযোগ কাজে লাগিয়ে ডানহাতি এই ব্যাটার বড় করলেন নিজের ইনিংস। সঙ্গে ইংল্যান্ডও পেল বড় লিড। এরপর পেসারদের দাপটে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেই দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।
ক্রাইস্টচার্চে ৬ উইকেটে ১৫৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে নিউ জিল্যান্ড। স্বাগতিকরা এগিয়ে ৪ রানে। এর আগে ব্রুকের ১৭১ ও বেন স্টোকসের ৮০ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৪৯৯ রানের সংগ্রহ পায় ইংলিশরা।
দ্বিতীয় দিন ছয়টি ক্যাচ ম্যাচ করা কিউইরা এদিন ছাড়ে আরও দুটি ক্যাচ। দিনের শুরুতে ১৪৭ রানে থাকা ব্রুকের ক্যাচ ছাড়েন গ্লেন ফিলিপস। এর আগে ১৮ রানে থাকা ব্রুকের আরেকটি ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত ব্রুকের ১৯৭ বলের ইনিংসটি থামান ম্যাট হেনরি। এবার তার ক্যাচ নিতে কোনো ভুল করেননি উইকেটকিপার টম ব্লান্ডেল।
ব্রুক ফিরলে শেষ হয় স্টোকসের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৫৯ রানের জুটি। তবে ততক্ষণে লিড নিয়ে ফেলে ইংলিশরা। পরের ওভারে ক্রিস ওকস ফিরলেও টেইলএন্ডারদের নিয়ে দলের সংগ্রহ বাড়াতে থাকেন স্টোকস। অষ্টম উইকেটে গাস অ্যাটকিনসের সঙ্গে ৬৩ এবং নবম উইকেটে ব্রাইডন কার্সের সঙ্গে গড়েন ৪০ রানের জুটি। শেষ পর্যন্ত নবম ব্যাটার হিসেবে ইংল্যান্ড অধিনায়ক ফেরেন ৮০ রান করে।
১৫১ রানে পিছিয়ে ব্যাট করতে নামা কিউইদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই আঘাত হানেন পেসাররা। তৃতীয় ওভারেই ওকসের শিকার হয়ে ফেরেন নিউ জিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম (১)। খানিকবাদে আরেক ওপেনার ডেভন কনওয়েকে (৮) তুলে নেন কার্স। তৃতীয় উইকেটে রাচিন রবীন্দ্রকে নিয়ে শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন কেইন উইলিয়ামসন। তবে এই জুটি থেকে ৪১ রানের বেশি আসেনি।
রবীন্দ্র (২৪) ফেরার পর ম্যাচে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন উইলিয়ামসন। চতুর্থ উইকেটে উইলিয়ামস ও ড্যারিল মিচেল জুটি দলকে ভালো অবস্থানে নেওয়ার পথে ছিলেন। কিন্তু তখনই জোড়া আঘাত হেনে সব বদলে দেন ওকস। উইলিয়ামসকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে প্রথমে ভাঙেন ৬৯ রানের জুটিটি। পরের বলে ডানহাতি এই পেসার তুলে নেন ব্লান্ডেলেরও উইকেট।
দিনের শেষ দিকে ফিলিপসকে (১৯) হারিয়ে ব্যাকফুটে থেকেই দিন শেষ করে স্বাগতিকরা। ৩১ রানে মিচেল ও ১ রানে ন্যাথান স্মিথ চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
মন্তব্য করুন: