আশরাফুলকে ছাড়িয়ে মুমিনুলের অনাঙ্ক্ষিত রেকর্ড
১ ডিসেম্বর ২০২৪
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক মুমিনুল হক। সাদা পোশাকের ক্রিকেটে দেশের অন্যতম সেরা এই ব্যাটার এবার নিজের করে নিয়েছেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডও। মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেলে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাক মারার তালিকায় আশরাফুলের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করছিলেন মুমিনুল। শুক্রবার জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ৬ বল খেলে কোনো রান না করে সাজঘরের পথ দেখে এই রেকর্ডটি একার করে নেন বাঁহাতি এই ব্যাটার।
৬৯ ম্যাচে ১২৮ ইনিংসে মুমিনুলের ডাকের সংখ্যা এখন ১৭টি। আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নেওয়া আশরাফুলের ডাক ১৬টি। ৬১ ম্যাচে তিনি খেলেন ১১৯ ইনিংস।
শুধু তাই নয়, টেস্টে কোনো দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ডে বিশ্বের একমাত্র ক্রিকেটার এখন মুমিনুল।
ভারতের বিপক্ষে গত সেপ্টেম্বরে টেস্ট সিরিজ শুরুর আগেও ৩৩ বছর বয়সী এই ব্যাটারের কোনো রান না করে সাজঘরের ফিরেছিলেন ১৩ বার। এরপরের ৬ টেস্টের ১১ ইনিংসের মধ্যে ৪ বারই কোনো রান করে আউট হয়েছেন তিনি।
মুমিনুল-আশরাফুলের পর এই তালিকায় আছেন পেসার খালেদ আহমেদ। ২৬ ইনিংসে তার ডাকের সংখ্যা ১৩টি। তার সঙ্গে এই জায়গা ভাগাভাগি করছেন ৮৬ ইনিংস খেলা তাইজুল ইসলাম এবং দেশের হয়ে সবচেয়ে বেশি ৯৪ টেস্ট খেলা মুশফিকুর রহিম।
টেস্টে সবচেয়ে বেশি শূন্য রানে ফেরার রেকর্ডটি কোর্টনি ওয়ালশের। বিশ্বের প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট শিকার করা ক্যারিবিয়ান এই পেসার তার ক্যারিয়ারে ডাক মেরেছেন ৪৩টি। পরের অবস্থানে থাকা ইংল্যান্ডের স্টুয়ার্ড ব্রডের ডাক ৩৯টি।
টেস্টে বিশেষজ্ঞ ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড মারভান আতাপাতুর। শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক শূন্য রানে ফিরেছেন ২২ বার। অবশ্য মুমিনুল যে গতিতে ছুটছেন এই রেকর্ডও নিজের করে নেওয়া থেকে তিনি খুব একটা দূরে নেই।
মন্তব্য করুন: