যুব এশিয়া কাপের সেমি-ফাইনালে বাংলাদেশ
১ ডিসেম্বর ২০২৪
বোলারদের নৈপুণ্যে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে অল্পতেই আটকে রেখেছিল বাংলাদেশের যুবারা। এরপর ব্যাটারদের দৃঢ়তায় ৫ উইকেটের জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রোববার দুবাইয়ে টস জিতে আগে বোলিংয়ে নেমে নেপালকে ১৪১ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে জাওয়াদ আকবর ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের জোড়া ফিফটিতে ১২৮ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তিন পেসার আল ফাহাদ, সাদ ইসলাম ও ইকবাল হোসেন ইমনের সামনে তেমন সুবিধা করতে পারেনি নেপালের ব্যাটাররা। দ্রুত উইকেট না হারালেও নিয়মিত বিরতিতে সাজঘরে ফিরতে থাকেন তারা। তিন জন ছাড়া আর কেউই ব্যাট হাতে দুই অঙ্কের ছোঁয়া পাননি। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার আকাশ ত্রিপাঠি। বাকি দুইজন করেন ২৯ রান করে। তাদের ইনিংস থামে ৪৫ ওভার ৪ বলে।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন ফাহাদ, ইমন ও মিডিয়াম পেসার রিজান হোসেন।
লক্ষ্য তাড়ায় এদিনও ব্যর্থ হয় বাংলাদেশের ওপেনিং জুটি। প্রথম ওভারেই ফেরেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৬৬ রান করা কালাম সিদ্দিকী। তবে দ্বিতীয় উইকেটে জাওয়াদ ও তামিমের ৯০ রানের জুটিতে জয়ের পথ সহজ হয় বর্তমান চ্যাম্পিয়নদের। ৫৯ রান করা জাওয়াদ ফিরলে এই জুটি ভাঙে। পরের বলে ফেরেন শিহাব জেমসও।
দ্রুত দুই উইকেট হারালেও দলকে জয়ের পথে রেখে ফিফটি তুলে নেন তামিম। আফগানদের বিপক্ষে ম্যাচে শতক হাঁকিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। দলীয় ১৩৪ রানে আরও দুই উইকেট হারালেও বিপদ হয়নি। শেষ পর্যন্ত ২৮ ওভার ৪ বলে লক্ষ্যে পৌঁছায় তামিমের দল।
সোমবার একই মাঠে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
মন্তব্য করুন: