জাতীয় দলে খেলার ‘মানসিক অবস্থায় নেই’ সাকিব
১ ডিসেম্বর ২০২৪
দেশের মাটিতে টেস্টকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে শেষ পর্যন্ত গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হয়নি দেশসেরা এই ক্রিকেটারের। এরপর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। এমন অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তিনি খেলবেন কি না, তা নিয়েও আছে যথেষ্ট শঙ্কা। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথা অনুযায়ী এই সিরিজে সাকিবের না খেলার সম্ভাবনাই বেশি।
গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে সবশেষ জাতীয় দলের হয়ে মাঠে নামেন সাকিব। এই ম্যাচ শুরুর আগের দিন টি-টুয়েন্টি ও সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের কথা জানান তিনি। তবে এখনও ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেননি সাকিব।
বর্তমানে বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে খেলতে ক্যারিবিয়ান অঞ্চলে আছে বাংলাদেশ। টেস্ট সিরিজ শেষে আগামী ৮ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য এখনও বাকি বাংলাদেশের দল ঘোষণা। তবে গত কয়েকদিনে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর এবং রোববার বিসিবি সভাপতির বক্তব্যের পর এই সিরিজেও সাকিবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
বিপিএলের মাসকট উন্মোচন অনুষ্ঠানের পর সাংবাদিকদের ফারুক বলেন, “সাকিবের ব্যাপারে আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আমাকে বারবার জিজ্ঞেস করা হলে… আমি ঠিক বিব্রত না, আমি চাই সাকিব খেলুক। কিন্তু ব্যাপারটা আসলে... যে কারণে ও আসতে পারছে না, এটা ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নয়। তাই আমার জন্য এটার উত্তর করা খুব কঠিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত আছে তাদের ব্যাপারটা মীমাংসা করতে হবে।”
বর্তমানে আবু ধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। তবে দেশের বাইরে বিভিন্ন টুর্নামেন্ট খেললেও এখনও জাতীয় দলের হয়ে মাঠে নামার জন্য ৩৭ বছর এই ক্রিকেটার মানসিকভাবে প্রস্তুত নয় বলে মনে করছেন বিসিবি সভাপতি।
“ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা আর দেশের হয়ে খেলা এক নয়। প্রস্তুতি পর্ব হয়, দলের সমন্বয়টা দরকার হয় খুব বেশি। এটা যেহেতু করতে পারছে না, আমার মনে হয় ও (সাকিব) তাই এখন দেশের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ওর ওপরেই ছেড়ে দিয়েছি যে, ও কী চিন্তা করছে।”
আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটিই বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ। তবে এই সিরিজে সাকিব খেলতে না পারলেও চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলার ব্যাপারে আশাবাদী ফারুক।
“(চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য) সাকিব তো এখনও আমাদের তালিকায় আছে। আমরা তো আশা করি, সে যেভাবে চাচ্ছে বা এটার যদি একটা সমাধান হয়, আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে জাতীয় দলের খেলার।"
মন্তব্য করুন: