পাকিস্তান সিরিজের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা
১ ডিসেম্বর ২০২৪
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ফরম্যাটের সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন অলরাউন্ডার জেরাল্ড কুটসিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন এই পেসার।
শনিবার ডারবান টেস্টের চতুর্থ দিন কুঁচকির অস্বস্তিতে পড়েন কুটসিয়া। পরে স্ক্যান রিপোর্টে ডান কুঁচকিতে চোট নিশ্চিত হয়। চোট থেকে সেরে উঠতে ছয় সপ্তাহ সময় লাগবে। ফলে পাকিস্তান সিরিজ ছাড়াও লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি।
কুটসিয়ার বদলি হিসেবে শেষ টেস্টের দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী পেসার কোয়েনা মাফাকা। গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাঁহাতি এই পেসারের।
শ্রীলঙ্কার বিপক্ষে ডারবান টেস্টে বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নেন কুটসিয়া। ২৩৩ রানে ম্যাচটি জিতে সিরিজে এগিয়ে আছে প্রোটিয়ারা। এই ম্যাচে কুটসিয়া ছাড়াও চোটে পড়েন ভিয়ান মুল্ডার। দ্বিতীয় টেস্টে এই অলরাউন্ডারকেও দলে পাবে না স্বাগতিকরা। আগামী ৫ ডিসেম্বর সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে দু’দল।
এরপর আগামী ১০ ডিসেম্বর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফর। সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে দু’দল।
মন্তব্য করুন: