জিম্বাবুয়েকে গুঁড়িয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু পাকিস্তানের
১ ডিসেম্বর ২০২৪
তাইয়াব তাহির ও ইরফান খানের শেষ পাঁচ ওভারের ঝড়ো ব্যাটিংয়ে ভালো সংগ্রহ গড়েছিল পাকিস্তান। লক্ষ্য তাড়ায় অর্ধেক সময় পর্যন্ত জয়ের পথেই ছিল জিম্বাবুয়ে। কিন্তু এরপর ভয়াবহ ব্যাটিং ধসে হেরে গেছে স্বাগতিকরা। ৫৭ রানের জয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে পাকিস্তান।
রোববার বুলাওয়েয়োতে টস জিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছিল জিম্বাবুয়ে। এরপর আর ২৩ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় ১০৮ রানে।
রান তাড়ার শুরুতেই দুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে তাদিওয়ানশে মারুমানি ও সিকান্দার রাজার জুটিতে সেই ধাক্কা ভালোভাবেই সামাল দেয় স্বাগতিকরা। ২০ বলে ৩৩ রান করা উইকেটকিপার-ব্যাটার মারুমানি রানআউটে কাটা পড়লে ভাঙে ৬১ রানের এই জুটি। এরপরই ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং-অর্ডার।
হারিস রউফের পেস এবং আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমের ঘূর্ণিতে দিশেহারা হয়ে প্রতি ওভারেই উইকেট হারাতে থাকে রাজার দল। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ১৫ ওভার ৩ বলে। সর্বোচ্চ ৩৯ রান করেন রাজা। আবরার ও সুফিয়ানের শিকার ৩টি করে উইকেট। রউফ নেন ২টি।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে এক উইকেট হারানোর পর সাইম আইয়ুব ও উসমান খানের ৩৯ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় পাকিস্তান। ২৪ রান করে সাইম ফিরলে ভাঙে এই জুটি। অপর প্রান্তে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে রানের চাকা সচল রাখা উসমান ব্যক্তিগত ৩৯ রানে ফিরলে কমতে থাকে সফরকারীদের রানের গতিও। অধিনায়ক সালমান আলী আগা ১৩ রানের বেশি করতে পারেনি।
১৫ ওভার শেষে ৪ উইকেটে ১০৫ রান ছিল পাকিস্তানের। এরপরই ঝড় তোলেন তাহির ও ইরফান। শেষ পাঁচ ওভারে দলের খাতায় যোগ হয় ৬০ রান। ২৫ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন ম্যাচসেরা তাহির। ১৫ বলে ২৭ রানে অপরাজিত থাকেন ইরফান।
আগামী মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে একই মাঠে মুখোমুখি হবে দু’দল।
মন্তব্য করুন: