ব্যাটিং ধসের পর ১ উইকেট নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

২ ডিসেম্বর ২০২৪

ব্যাটিং ধসের পর ১ উইকেট নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

আগের দিনের সাবধানী ব্যাটিং দ্বিতীয় দিনেও ধরে রেখেছিলেন সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন দিপু। কিন্তু এই জুটি ভাঙতেই আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম প্রতিরোধের পর দেড়শ পার করেছিল তারা। এরপর বল হাতে কিছুটা লড়াইয়ের আভাস দিয়েছিলেন পেসাররা। কিন্তু দিনে শেষে ওয়েস্ট ইন্ডিজের এক উইকেটের বেশি নিতে পারেনি তারা।

রোববার জ্যামাইকায় ১ উইকেটে ৭০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ক্যারিবিয়ানরা। গতির ঝড় তুলে স্বাগতিকদের একমাত্র উইকেটটি নেন নাহিদ রানা। শেষ দিকে মিরাজ প্রতিপক্ষ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েইটের ক্যাচ না ফেললে উইকেটের সংখ্যা আরও বাড়তে পারত। তারা এখনও পিছিয়ে ৯৪ রানে। এর আগে জেইডেন সিলস ও শামার জোসেফের পেস তোপে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

এদিন ৪১ ওভার ৫ বল খেলে সফরকারীরা মোট রান তোলে ৯৫। অন্যদিকে আলোকস্বল্পতায় আগেভাগেই দিনের খেলা শেষ হওয়ায় স্বাগতিকরা ব্যাট করেছে ৩৭ ওভার।

২ উইকেটে ৬৯ রান নিয়ে দিনের খেলা শুরু করা সাদমান ও দিপু প্রথম আধা ঘণ্টায় বেশ ভালোভাবেই ক্যারিবিয়ান পেসারদের সামলান। কিন্তু দারুণ এক ডেলিভারিতে দিপুকে বোল্ড করে ৭৩ রানের এই জুটি ভাঙেন জোসেফ। ৮৯ বলে ২২ রান করে ফেরেন দিপু।

এরপরই ধস নামে ব্যাটিংয়ে। ১৫ রান যোগ করতে হারায় লিটন দাস (১), জাকের আলী (১) ও ফিফটি হাঁকানো সাদমানের উইকেট। ফেরার ম্যাচে ৬৪ রান করা বাঁহাতি এই ব্যাটারের এটি ক্যারিয়ারের চতুর্থ ফিফটি, যার তিনটিই এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

বিপর্যয় সামাল দিতে সপ্তম উইকেট তাইজুলকে নিয়ে জুটি বাঁধেন মিরাজ। ৪১ রানের এই জুটিতে তারা বল খেলেন ১১৬টি। ৬৬ বলে ১৬ রান করা তাইজুলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আলজারি জোসেফ। এরপর তাসকিন আহমেদকে নিয়ে ২০ রানের জুটি গড়ে দলকে দেড়শ পার করান মিরাজ। তবে সিলসের তোপের মুখে আর ৫ রান যোগ করতেই অলআউট হয় বাংলাদেশ। মিরাজ করেন ৩৬ রান।

১৫ ওভার ৫ বলে মাত্র ৫ রানের বিনিময়ে ৪ উইকেট নেন সিলস। ৩ উইকেট জোসেফের।

ব্যাট হাতে সাবধানী শুরু করেছিল ক্যারিবিয়ানরা। কিন্তু বল হাতে নিয়ে নিখুঁত লাইন-লেন্থে গতির ঝড় তুলে নাহিদ ওপেনারদের চাপের মধ্যে রাখেন। নিজের তৃতীয় ওভারে ডানহাতি এই পেসার তুলে নেন মিকাইল লুইসকে (১২)। কটবিহাইন্ড করিয়ে ভাঙেন ২৫ রানের উদ্বোধনী জুটি।

এরপর পেসাররা ও স্পিনাররা মিলে ক্যারিবিয়ানদের পরীক্ষা নিলেও সাফল্যের মুখ দেখেনি। তাইজুলের করা ২৮তম ওভারে ব্র্যাথওয়েইটের ক্যাচ ফেলেন মিরাজ। সে সময় ক্যারিবিয়ান অধিনায়ক ছিলেন ২৬ রানে। এরপর ৩২ রানে তাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। কিন্তু রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান ব্র্যাথওয়েইট।

৩৩ রান নিয়ে ডানহাতি এই ওপেনার এবং ১৯ রান নিয়ে কেসি কার্টি তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

মন্তব্য করুন: