নাহিদের পেস তোপে ১৮ রানের লিড বাংলাদেশের
২ ডিসেম্বর ২০২৪
বল হাতে দিনের শুরুতেই দলকে সাফল্য এনে দিয়েছিলেন। শেষটাও হলো তার হাত ধরেই। আগুন ঝরানো বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের দিশেহারা করে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন নাহিদ রানা। আর ডানহাতি এই ফাস্ট বোলারের বোলিং তাণ্ডবে প্রথম ইনিংসে ১৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
সোমবার জ্যামাইকায় দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ১৪৬ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৫১ রান তুলতে শেষ ৯ উইকেট হারায় তারা। আর স্বাগতিকদের এই ব্যাটিং ধসের নায়ক নাহিদ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২২ বছর বয়সী এই ফাস্ট বোলারের শিকার ৬১ রানে ৫ উইকেট।
প্রথম সেশনে ২৫ ওভারে ৬৫ রানে স্বাগতিকদের ৭ উইকেট তুলে নিয়ে লিড নেওয়ার মঞ্চ সাজিয়ে রাখেন বোলাররা। মধ্যাহ্ন ভোজের বিরতির পর ক্যারিবিয়ানদের ইনিংসের স্থায়িত্ব ছিল ৩ ওভার। নাহিদ-তাসকিন-হাসানের পেস তোপে ওয়েস্ট ইন্ডিজের প্রথম তিন ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের দেখা পাননি।
১ উইকেটে ৭০ রান নিয়ে দিনের খেলা শুরু করা ক্যারিবিয়ানদের ইনিংসের ষষ্ঠ ওভারে ক্রেইগ ব্র্যাথওয়েইটকে (৩৯) ফিরিয়ে প্রথম আঘাত হানেন নাহিদ। গালিতে স্বাগতিক অধিনায়কের দারুণ ক্যাচ নেন বদলি হিসেবে নামা জাকির হাসান।
নিজের পরের ওভারে কাভেম হজকেও (৩) তুলে নেন নাহিদ। এবার উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নেন লিটন দাস। দুই ওভার পর উইকেট শিকারে যোগ দেন তাসকিন। ডানহাতি এই পেসার বোল্ড করেন আলিক অ্যাথানেজকে। এরপর প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিভসকে বোল্ড করেন তাইজুল ইসলাম। জশুয়া দা সিলভাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন হাসান। তবে তখনও বাংলাদেশের সামনে বাধা হয়ে ছিলেন কেসি কার্টি। কিন্তু নিজের পরের ওভারে ৪০ রান করা এই ব্যাটারকেও তুলে নেন হাসান।
বিরতির আগে আক্রমণে এসে প্রথম ওভারেই আলজারি জোসেফকে সাজঘরের ফেরান নাহিদ। মধ্যাহ্ন ভোজের বিরতির পর দ্বিতীয় ওভারে শামার জোসেফকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে কেমার রোচকেও এলবিডাব্লিউ করে পঞ্চম শিকার ধরেন নাহিদ। আগের দিন ১২ রান করা ওপেনার মিকাইল লুইসকে তুলে নিয়ে ম্যাচে নিজের প্রথম উইকেট নেন তিনি।
মন্তব্য করুন: