পয়েন্ট কাটা গেল ইংল্যান্ড-নিউ জিল্যান্ডের

৩ ডিসেম্বর ২০২৪

পয়েন্ট কাটা গেল ইংল্যান্ড-নিউ জিল্যান্ডের

ক্রাইস্টচার্চে হয়ে যাওয়া প্রথম টেস্টে স্লো ওভার রেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের তিন পয়েন্ট করে কাটা হয়েছে। সঙ্গে উভয় দলকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শাস্তির এই সিদ্ধান্ত জানায়। দুটি দলই নির্ধারিত লক্ষ্যের চেয়ে তিন ওভার কম বোলিং করেছে বলে গণ্য করা হয়েছে।

ইংল্যান্ড হ্যাগলি ওভালে আট উইকেটে জয় পেলেও তারা আগামী বছর লর্ডসে হতে যাওয়া ফাইনালে পৌঁছাতে পারবে না। তবে পয়েন্ট কাটার শাস্তি নিউ জিল্যান্ডের অবস্থানের ওপর বড় প্রভাব ফেলেছে। পয়েন্ট কাটা যাওয়ায় তারা চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেছে, যা তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনাকে বড় ধাক্কা দিয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের ফাইনালে পৌঁছাতে পরের দুটি ম্যাচে ইংল্যান্ডকে শুধু হারাতেই হবে না, পাশাপাশি অন্য দলগুলোর ম্যাচগুলোতে ফলও তাদের অনুকূলে আসতে হবে।

সিরিজের পরের টেস্ট আগামী শুক্রবার ওয়েলিংটনে শুরু হবে।

মন্তব্য করুন: