ব্র্যাডম্যানের ‘ব্যাগি গ্রিন’ পৌনে ৪ কোটি টাকায় বিক্রি

৩ ডিসেম্বর ২০২৪

ব্র্যাডম্যানের ‘ব্যাগি গ্রিন’ পৌনে ৪ কোটি টাকায় বিক্রি

সিডনিতে সোমবার এক নিলামে অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের ব্যবহৃত একটি ক্যাপ ৪ লাখ ৭৭ হাজার ৭০০ অস্ট্রেলিয়ান ডলারে (প্রায় ৩ কোটি ৭২ লাখ টাকা) বিক্রি হয়েছে।

ব্র্যাডম্যান ১৯৪৭-৪৮ মৌসুমে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে 'ব্যাগি গ্রিন' নামে পরিচিত এই ক্যাপটি পরেছিলেন। এই সিরিজেই তিনি নিজের প্রথম-শ্রেণির ক্যারিয়ারের শততম সেঞ্চুরি করেন।

নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান বনহ্যামস এই ক্যাপটিকে 'সূর্যের আলো ও ব্যবহারে বিবর্ণ' বলে উল্লেখ করে। এতে কিছু জায়গায় পোকায় খাওয়ার দাগ আছে এবং কিছু অংশে ক্ষতি হয়েছে বলে জানানো হয়।

২০০১ সালে ৯২ বছর বয়সে মারা যাওয়া ব্র্যাডম্যানকে সর্বকালের সেরা ব্যাটার হিসেবে গণ্য করা হয়। তার টেস্ট ইনিংস গড় ছিল ৯৯ দশমিক ৪, যা আজও ক্রিকেট ইতিহাসে অনন্য।

ভারতের বিপক্ষে এই সিরিজ ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ব্র্যাডম্যানের শেষ সিরিজ। ছয় ইনিংসে ছিল তিনটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরিতে তিনি ১৭৮ দশমিক ৭৫ গড়ে ৭১৫ রান করেন। এই সিরিজই ছিল স্বাধীনতা লাভ করার পর ভারতের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সফর।

মন্তব্য করুন: