গোলাপি বলের রেকর্ড থেকে ভারতের বিপক্ষে ‘আত্মবিশ্বাসী’ অস্ট্রেলিয়া
৩ ডিসেম্বর ২০২৪
পার্থে প্রথম টেস্টে পরাজয়ের ধাক্কা সামলে অ্যাডিলেইডে দিবা-রাত্রির টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে অস্ট্রেলিয়া। গোলাপি বলের ক্রিকেটে নিজেদের অসাধারণ রেকর্ড থেকেই স্বাগতিকরা আত্মবিশ্বাস পাচ্ছে বলে জানিয়েছেন উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি।
গোলাপি বলে খেলা ১২টি টেস্টের মধ্যে ১১টিতে জিতেছে অস্ট্রেলিয়া, যার মধ্যে অ্যাডিলেইড ওভালের ৭টিতেই জয় রয়েছে। এই ভেন্যুতে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে তারা বিরাট কোহলির দলকে মাত্র ৩৬ রানে গুটিয়ে দিয়েছিল।
মঙ্গলবার সাংবাদিকদের ক্যারি বলেন “আমরা বেশ রোমাঞ্চিত। গোলাপি বলের ক্রিকেটে আমাদের রেকর্ড থেকে প্রচুর আত্মবিশ্বাস নেওয়া উচিত এবং আমরা সেটি নিচ্ছি।”
“তবে এর মানে এই নয় যে আমরা সাফল্য পাব। তবে আমাদের পদ্ধতি, খেলার ধরন এবং দলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা ঘুরে দাঁড়াব।”
প্রথম টেস্টে ২৯৫ রানের বিশাল জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে উড়ছে ভারত। তাই ক্যারি মনে করেন, দ্বিতীয় টেস্টে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে।
গ্যাবায় গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ রানে হেরে অস্ট্রেলিয়ার গোলাপি বলে টানা জয়ের রেকর্ড শেষ হয়।
অ্যাডিলেইডে আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া কিছুটা দুশ্চিন্তায় আছে অলরাউন্ডার মিচেল মার্শের ফিটনেস নিয়ে। পার্থে ১৭ ওভার বল করার পর তিনি চোট অনুভব করেন তিনি।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানিয়েছে, মার্শকে হয়তো শুধু ব্যাটার হিসেবে দলে রাখা হতে পারে। স্কোয়াডে বিকল্প হিসেবে নেওয়া হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার বেউ ওয়েবস্টারকে। তবে ক্যারি মনে করেন, মার্শ খেলার জন্য প্রস্তুত থাকবেন।
“দলে ফেরার পর থেকে তার ব্যাটিং দুর্দান্ত। বোলিংয়েও কার্যকর উইকেট এসেছে। আশা করি, সে ফিট থাকবে এবং খেলতে পারবে।”
মন্তব্য করুন: