৩৭ থেকে ৫৭ রানে জিম্বাবুয়েকে গুটিয়ে সিরিজ পাকিস্তানের
৩ ডিসেম্বর ২০২৪
টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ৪ ওভারে ৩৭ রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন জিম্বাবুয়ের ওপেনাররা। কিন্তু এরপর যা হলো তা রীতিমত অবিশ্বাস্যই বলা চলে। সুফিয়ান মুকিমের রেকর্ড গড়া বোলিংয়ে আর ২০ রান যোগ করতেই ভয়াবহ ব্যাটিং ধসে গুটিয়ে গেল স্বাগতিকরা। এক ম্যাচ হাতে রেখে ১০ উইকেটের জয়ে টি-টুয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছে পাকিস্তান।
মঙ্গলবার বুলাওয়েয়োতে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৫৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ২ ওভার ৪ বলে ৩ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে এই ধস নামান বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান। জবাবে ৫ ওভার ৩ বলে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।
গত অক্টোবরে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করে টি-টুয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড গড়েছিল জিম্বাবুয়ে। এবার নিজেদের টি-টুয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন দলীয় স্কোরে অলআউট হলো তারা। গত জানুয়ারিতে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রান ছিল তাদের আগের সর্বনিম্ন।
এদিন ষষ্ঠ বোলার হিসেবে বোলিংয়ে আসেন সুফিয়ান। তার আগেই ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ছিল জিম্বাবুয়ে। নিজের প্রথম ওভারেই পরপর দুই উইকেট তুলে নেন সুফিয়ান। দ্বিতীয় ওভারে ধরেন আরও দুটি শিকার। তৃতীয় ওভারে পঞ্চম উইকেট নিয়ে গুটিয়ে দেন স্বাগতিকদের। জিম্বাবুয়ের ইনিংসের স্থায়িত্ব ছিল ১২ ওভার ৪ বল।
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সেরা বোলিং ফিগারের রেকর্ড এখন সুফিয়ানের। ভেঙে দেন উমর গুলের রেকর্ড। জাতীয় দলের হয়ে দু’দফায় এই ডানহাতি পেসার ৬ রানে ৫ উইকেট নেন।
একই মাঠে আগামী বৃহস্পতিবার হবে সিরিজের শেষ টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।
মন্তব্য করুন: