জাকেরের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের সামনে কঠিন লক্ষ্য

৩ ডিসেম্বর ২০২৪

জাকেরের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের সামনে কঠিন লক্ষ্য

টেইলএন্ডারদের নিয়ে বাংলাদেশের লিডকে বড় করছিলেন জাকের আলী। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ছিলেন সেঞ্চুরির পথেও। তবে তা না হলেও ডানহাতি এই ব্যাটারে দুর্দান্ত ইনিংসে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। আর জয়ের জন্য স্যাবাইনা পার্কে রান তাড়ার রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের।

মঙ্গলবার জ্যামাইকায় চতুর্থ দিন প্রথম সেশনে ২৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। সফরকারীদের ইনিংস শেষ হয় টানা তিন টেস্টে ফিফটি হাঁকানো জাকের ৯১ রানে থামলে, যার ৫২ রানই করেন তিন ব্যাটারকে নিয়ে। ৮ চার ও ৫ ছক্কায় ১০৬ বলের ইনিংসটি সাজান তিনি।

হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে নিয়ে শেষ তিন উইকেটে দলের খাতায় জাকের যোগ করেন ৫৭ রান।

স্যাবাইনা পার্কে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ২১২ রান। ২০০৩ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের জয়ে ক্যারিবিয়ানরা এই রেকর্ড গড়েছিল।

৫ উইকেটে ১৯৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা জাকের-তাইজুল ইসলাম জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দিনের অষ্টম ওভারে আলজারি জোসেফের শিকার হয়ে ফেরেন ১৪ রান করা তাইজুল। ভাঙে ষষ্ঠ উইকেটে ৩৪ রানের জুটি।

অসুস্থতার কারণে আগের দিন ব্যাটিংয়ে নামতে না পারা মুমিনুল হক এই ইনিংসেও দলকে হতাশ করেন। আট নম্বরে ব্যাটিংয়ে নেমে অভিজ্ঞ এই ব্যাটার আবারও ফেরেন কোনো রান না করে।

টেইলএন্ডারদের নিয়ে ২১১ রানে ৭ উইকেটে হারানো দলের লিড বাড়াতে শুরু করেন জাকের। ৮০ বলে ডানহাতি এই ব্যাটার তুলে নেন ফিফটি। এরপরই ক্যারিবিয়ান পেসারদের ওপর ছড়ি ঘোরাতে শুরু করেন। তবে হাসান ও তাসকিনকে ওভারের শুরুর দিকে এই ব্যাটার স্ট্রাইক না দিলে দলের সংগ্রহ আরও বড় হতে পারত।

শেষ পর্যন্ত জোসেফের বলে ছক্কা হাঁকাতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাচ দেন জাকির।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে]

মন্তব্য করুন: