অধিনায়ক হিসেবে ‘বড় পাওয়া’ মিরাজের

৪ ডিসেম্বর ২০২৪

অধিনায়ক হিসেবে ‘বড় পাওয়া’ মিরাজের

২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আর কোনো টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। খর্বশক্তির ক্যারিবিয়ানদের বিপক্ষে সেই সিরিজ জয়ের পর থেকে সেখানে প্রতিটি টেস্টেই বেশ বাজেভাবে হারতে হয়েছিল টাইগারদের। তবে জ্যামাইকা টেস্ট জিতে ১৫ বছরের সেই আক্ষেপ ঘুচিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। আর ম্যাচ শেষে অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্ট জয়ের অনুভূতি শুনিয়েছেন এই অলরাউন্ডার।

মঙ্গলবার স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের ১০১ রানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর এই টেস্ট জিততে অধিানায়ক হিসেবে বড় অবদান রাখেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে বোলারদের ব্যবহার কিংবা আক্রমণাত্মক ফিল্ডিং সাজানো – সব দিক দিয়েই ক্যারিবিয়ানদের চাপে রাখেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় নেতৃত্ব পান মিরাজ। আর অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্ট সিরিজে এমন সাফল্য পাওয়ার পেছনের গল্পটা শোনালেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।

ম্যাচ শেষে স্যাবাইনা পার্কে বসে বিসিবির এক ভিডিও বার্তায় মিরাজ বলেন, “আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতেছি, এটা অবশ্যই আমার জন্য বড় একটা অর্জন। যেহেতু আমি প্রথম অধিনায়কত্ব করছি, এটা আমার জন্য বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।

ম্যাচ জয়ের কৃতিত্ব সব সতীর্থদের দিয়ে দলপতি বলেন, “খেলোয়াড়রা সবাই খুব ভালো ক্রিকেট খেলেছে এবং সবাই আমাকে অনেক সাহায্য করেছে। জয়ের কৃতিত্ব দিতে চাই সব খেলোয়াড়কে। আমি যেভাবে পরামর্শ দিয়েছি, সবাই মেনে নিয়েছে। তাই এটা আমার কাছে খুব ভালো লাগছে। কন্ডিশনটা সহজ ছিল না। সব খেলোয়াড়ের জন্যই অনেক কঠিন ছিল। সবাই মানসিকভাবে এমন ছিল যে, ম্যাচটা জিততে হবে। সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য। এর জন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি।

আগামী রোববার সেন্ট কিটসে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও মিরাজের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ।

মন্তব্য করুন: