প্রথমবার টেস্টে সিরিজ সেরার পুরস্কার পেলেন তাসকিন

৪ ডিসেম্বর ২০২৪

প্রথমবার টেস্টে সিরিজ সেরার পুরস্কার পেলেন তাসকিন

ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে হারিয়ে সমতায় সিরিজ শেষ করেছে বাংলাদেশ। ১৫ বছর পর ক্যারিবিয়ানে টেস্ট জয়ে বল হাতে অবদান রেখেছেন তাসকিন আহমেদও। আগের টেস্টসহ পুরো সিরিজে আগুন ঝরানো বোলিংয়ের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো সাদা পোশাকের ক্রিকেটে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন ডানহাতি এই পেসার।

মঙ্গলবার জ্যামাইকা টেস্টের চতুর্থ দিন ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারায় বাংলাদেশ। বল হাতে দুর্দান্ত পারফর্ম করায় তাসকিন ছাড়াও যৌথভাবে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলসও।

সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন তাসকিন। সেবারই প্রথম ক্যারিয়ারে এক ইনিংসে ৫ উইকেট পান তিনি। ম্যাচে নেন মোট ৮ উইকেট। এরপর দ্বিতীয় টেস্টে বল হাতে নেন ৩ উইকেট।

বছরের শুরুতে কাঁধের চোটের কথা মাথায় রেখে লাল বলের ক্রিকেট থেকে সাময়িক সময়ের জন্য বিরতি নিয়েছিলেন তাসকিন। সেই বিরতি থেকে ফেরার পর থেকেই আছেন দুর্দান্ত ছন্দে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের ফিরে আসা ছাড়াও দলের পেসারদের ব্যাপক উন্নতির বিষয় নিয়ে কথা বলেন এই ক্রিকেটার।

আমি সত্যিই এই মুহূর্তের জন্য খুব খুশি। টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে ভালো লাগছে, কারণ আমার কাঁধে চোট ছিল। ফিরে আসাটা সহজ ছিল না। তবে এখন তার ফল পাচ্ছি। বিশেষ করে গত তিন বছরে আমাদের ফাস্ট বোলিং বিভাগে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা একসঙ্গে কাজ করছি, প্রতিটি সিরিজে নিজেদের উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করছি।

আমরা যে প্রক্রিয়া অনুসরণ করছি, তার ফলেই আমরা দিন দিন ভালো করছি। আশা করি, আগামী কয়েক বছরে আমাদের আরও ভালো পেস বোলার দেখা যাবে। আমি এই লড়াইটা উপভোগ করেছি। খেলার পর আমরা সবাই বন্ধু।

গত মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলেননি তাসকিন। এরপর পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজে খেলেন একটি করে ম্যাচ। দুই ম্যাচেই নেন ৪টি করে উইকেট। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলেননি কোনো ম্যাচ।

এর আগে বাংলাদেশের হয়ে টি-টুয়েন্টিতে দুবার এবং ওয়ানডেতে একবার সিরিজ সেরার খেতাব পেয়েছিলেন তাসকিন। এবার টেস্টেও তা অর্জন করলেন।

ম্যাচ শেষে বিসিবির এক ভিডিও বার্তায় ২৯ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, “এটা অনেক বড় অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। কারণ ওদের কন্ডিশনে অনেক বড় বড় দল ভোগান্তিতে পড়ে। আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানে সিরিজ জয়ের পর কয়েকটি সিরিজ হারাতে আমরা মানসিকভাবে দমে গিয়েছিলাম। তবে আমরা অনেক শক্তভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি।

মন্তব্য করুন: