যেখানে কোহলি-স্মিথের চেয়েও এগিয়ে তাইজুল

৪ ডিসেম্বর ২০২৪

যেখানে কোহলি-স্মিথের চেয়েও এগিয়ে তাইজুল

জাতীয় দলে তাইজুল ইসলামের মূলত খেলেন একজন বিশেষজ্ঞ বোলার হিসেবে। তবে সাম্প্রতিক সময়ে দলের অনেক বিশেষজ্ঞ ব্যাটারের চেয়েও বেশ ভালো ব্যাটিং করছেন তিনি। বিপদের সময় মাটি কামড়ে ক্রিজে পড়ে থাকার পাশাপাশি গড়েছেন গুরুত্বপূর্ণ জুটিও। আর এভাবেই ব্যাট হাতে চলতি বছর বিরাট কোহলি ও স্টিভেন স্মিথের মতো তারকা ব্যাটারদের চেয়ে এগিয়ে আছেন তিনি।

২০২৪ সালে টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত কোহলি ও স্মিথের চেয়েও বেশি বল মোকাবেলা করেছেন তাইজুল।

এ বছর বাংলাদেশের হয়ে ৭ টেস্টে মাঠে নামেন তাইজুল। ১৪ ইনিংসে ২০৭ রান করা বাঁহাতি এই ব্যাটার মোকাবেলা করেছেন ৫৪০ বল। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ইনিংসে খেলেছেন ১৮৬ বল। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে খেলেন যথাক্রমে ৬৬ ও ৫০ বল। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে মোকাবেলা করেন ৯৫ বল।

অন্যদিকে চলতি বছর এখন পর্যন্ত ৭ ম্যাচে ১৪ ইনিংসে ৩৫৫ রান করতে ৫১৩ বল খেলেছেন কোহলি।

ব্যাট হাতে চলতি বছর বাজে সময় পার করা স্মিথ এখন পর্যন্ত খেলেছেন ৪৭১ বল। ৬ ম্যাচে ১২ ইনিংসে অস্ট্রেলিয়ার এই ব্যাটার রান করেছেন মোট ২৩০ রান। চলতি বছর ভারত ও অস্ট্রেলিয়ার এখনও বাকি আছে তিনটি করে ম্যাচ।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এ বছর টেস্টে সবচেয়ে বেশি বল খেলার দিক দিয়ে সবার ওপরে আছেন মেহেদী হাসান মিরাজ। একমাত্র বাংলাদেশি হিসেবে ১ হাজারের বেশি বল মোকাবেলা করা ব্যাটারও তিনি। ১০ ম্যাচে ১৮ ইনিংসে ৬১৪ রান করতে ডানহাতি এই ব্যাটার করেছেন ৬১৪ রান, যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ।

পুরো বছরে সবচেয়ে ব্যাটারদের মধ্যে এক্ষেত্রে সবার ওপরে আছেন জো রুট। ইংল্যান্ডের এই তারকা ব্যাটার এখন পর্যন্ত খেলেছেন ২ হাজার ২১২ বল। ১৫ ম্যাচে ২৭ ইনিংসে ডানহাতি এই ব্যাটার করেছেন ১ হাজার ৩৬১ রান।

মন্তব্য করুন: