পয়েন্ট কাটা যাওয়ায় হতাশ ইংলিশ অধিনায়ক
৪ ডিসেম্বর ২০২৪
নিউ জিল্যান্ড-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার-রেটের কারণে দু’দলেরই পয়েন্ট কেটেছে আইসিসি। নির্ধারিত সময়ের বেশ আগেই ম্যাচ শেষ হওয়ার পরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট কাটার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।
গত রোববার ক্রাইস্টচার্চে ম্যাচের চতুর্থ দিন কিউইদের ৮ উইকেটে হারায় ইংল্যান্ড। এরপর মঙ্গলবার স্লো ওভার-রেটের কারণে দু’দলেরই ৩ পয়েন্ট করে কেটে নেয় আইসিসি। একই সঙ্গে তাদেরকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানাও করা হয়।
এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের হতাশা প্রকাশ করেন স্টোকস। নিজের অফিশিয়াল অ্যাকাউন্টের স্টোরিতে স্কাই স্পোর্টসের একটি নিউজকার্ড শেয়ার দিয়ে ব্যাঙ্গাত্মকভাবে এই অলরাউন্ডার লেখেন, “খুব ভালো আইসিসি। ১০ ঘণ্টা বাকি থাকতেই ম্যাচটি শেষ হয়েছিল।”
২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে এখন পর্যন্ত মোট ২২ পয়েন্ট কাটা গেল ইংল্যান্ডের। এর আগে গত বছর অ্যাশেজ সিরিজেই ১৯ পয়েন্ট কাটা যায় দেশটির। এত পয়েন্ট কাটা যাওয়ায় আগেই এবারের আসরের ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় স্টোকসের দল। বর্তমানে ৪২ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে আছে তারা।
অন্যদিকে ৩ পয়েন্ট কাটা যাওয়ায় তালিকার চার নম্বর থেকে পাঁচে নেমে গেছে নিউ জিল্যান্ড। ফলে আগামী বছর লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে ওঠার লড়াইয়ে বেশ বড় ধাক্কা খেল প্রথম আসরের চ্যাম্পিয়নরা।
মন্তব্য করুন: