সেরা বছর পার করল বাংলাদেশের পেসাররা
৪ ডিসেম্বর ২০২৪
দীর্ঘদিন ধরেই টেস্ট ক্রিকেটে স্পিনারদের ওপর নির্ভর করতে হতো বাংলাদেশকে। তবে সাম্প্রতিক সময়ে পরিবর্তন এসেছে সেই চিত্রে। স্পিনারদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে উইকেট শিকার করছেন পেসাররা। আর চলতি বছর তো আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে হাসান মাহমুদ-তাসকিন আহমেদরা।
২০২৪ সালে উইকেট শিকারের দিক দিয়ে স্পিনারদের চেয়ে বেশ এগিয়ে আছেন পেসাররা। শুধু তাই নয়, নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসে এ বছরই সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন তারা। ইনিংসে ৫ উইকেট শিকারের দিক দিয়ে তারা আগের রেকর্ডও ভেঙে দিয়েছেন।
এ বছর খেলা ১০ টেস্টে বাংলাদেশের পাঁচজন পেসার ৩০ দশমিক ৭০ গড়ে উইকেট নিয়েছেন ৮২টি। অন্যদিকে স্পিনাররা ৩৯ দশমিক ০৮ গড়ে পেয়েছেন ৬৯ উইকেট। দুই ধরনের বোলাররাই সমান ৪ বার করে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। এর আগে ২০০২ সালে কেবল একবারই স্পিনারদের চেয়ে বেশি উইকেট পেয়েছিলেন পেসাররা। সেবার ৮ ম্যাচে স্পিনারদের ২৩ উইকেটের বিপরীতে পেসাররা শিকার করেন ৪২ উইকেট।
অথচ এই বছরের আগে গত ১০ বছরে বাংলাদেশের পেসাররা ৫ উইকেট নিতে পারেন মাত্র ২ বার। সেটিও ২০২২ সালে। এর আগে ২০১০ সালে ৩ বার ইনিংসে ৫ উইকেট নেন তারা।
সাদা পোশাকের ক্রিকেটে এ বছরই অভিষেক হয় হাসান ও নাহিদ রানার। পেসারদের মধ্যে উইকেট শিকারের দিক দিয়ে সবার ওপরেই আছেন এই দুই ক্রিকেটার। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেক হওয়া হাসান ৯ টেস্টে ২৮ দশমিক ৩০ গড়ে নিয়েছেন ৩০ উইকেট, যা এক বছরে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টানা দুই টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিও গড়েন তিনি।
অন্যদিকে হাসানের আগের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় নাহিদের। এরপর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে গতির ঝড় তুলে ক্রিকেট বিশ্বের নজর কাড়েন ২২ বছর বয়সী এই ফাস্ট বোলার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ম্যাচে নেন করেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। ৬ ম্যাচে ৩৬ দশমিক ৫৫ গড়ে তার শিকার ২০ উইকেট।
এ বছর মাত্র ৪ টেস্ট খেলে ১৯ দশমিক ৯৪ গড়ে ১৯ উইকেট নিয়েছেন তাসকিন। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শিকার করেন ক্যারিয়ার সেরা ৬ উইকেট। সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন এই ডানহাতি পেসার।
৩টি করে ম্যাচ বাকি দুই পেসার খালেদ আহমেদ ৭টি এবং শরিফুল ইসলাম ৬টি উইকেট শিকার করেন।
চলতি বছর উইকেট শিকারের দিক দিয়ে সবার ওপরে আছেন মেহেদী হাসান মিরাজ। ১০ ম্যাচে ৩৬ দশমিক ০৯ গড়ে ডানহাতি এই অফস্পিনারের শিকার ৩১ উইকেট। আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৭ ম্যাচে ৩৫ দশমিক ৫২ গড়ে নিয়েছেন ২৫ উইকেট।
মন্তব্য করুন: