পাকিস্তান টেস্ট দলে ফিরলেন বাবর, অপেক্ষা বাড়ল শাহিনের

৪ ডিসেম্বর ২০২৪

পাকিস্তান টেস্ট দলে ফিরলেন বাবর, অপেক্ষা বাড়ল শাহিনের

দক্ষিণ আফ্রিকার মাটিতে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে বাবর আজম ও নাসিম শাহকে দলে ফিরিয়েছে পাকিস্তান। কিন্তু দলে জায়গা হয়নি শাহিন শাহ আফ্রিদির।

দুই মাস আগে টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন এই তিন ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে বুধবার তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট দলে জায়গা না পেলেও ওয়ানডে ও টি-টুয়েন্টি স্কোয়াডে আছেন শাহিন।

টেস্ট দলে চমক হয়ে এসেছে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্টে সিরিজের সেরা খেলোয়াড় সাজিদ খানের না থাকা। ইংলিশদের বিপক্ষে শেষ দুই টেস্টে ১৯ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই অফস্পিনার। তবে দলে আছেন তার সঙ্গে সেই দুই ম্যাচে ইংলিশদের ব্যাটিং-অর্ডার ধসিয়ে দেওয়া নোমান আলী। মূলত দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক কন্ডিশনকে মাথায় রেখে কেবল বাঁহাতি এই স্পিনারকে দলে নেওয়া হয়েছে।

গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৫৫৬ রান করার পরেও ইনিংস ব্যবধানে হারের পর বাবর, শাহিন ও নাসিমকে দল থেকে বাদ দেয় পাকিস্তান। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে সাদা বলের সিরিজ দিয়ে আবারও জাতীয় দলের হয়ে মাঠে নামেন এই তিন ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজের প্রতিটি দলেই জায়গা পেয়েছেন বাবর। ডানহাতি এই ব্যাটার ছাড়াও এই তালিকায় আছেন মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব ও সালমান আলী আগা। নাসিমকে রাখা হয়েছে কেবল টেস্ট ও ওয়ানডে দলে।

আগামী ১০ ডিসেম্বর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তানের এই সফর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর। সবশেষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে ২৬ ডিসেম্বর।

পাকিস্তান টেস্ট দল:

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, হাসিবউল্লাহ, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আলী আগা।

পাকিস্তান ওয়ানডে দল:

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তাইয়াব তাহির, উসমান খান।

পাকিস্তান টি-টুয়েন্টি দল:

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, আব্বাস আফ্রিদি, মোহম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তাইয়াব তাহির, উসমান খান।

মন্তব্য করুন: