রাহুলকে ওপেনিং ছেড়ে দিয়ে মিডল-অর্ডারে রোহিত
৫ ডিসেম্বর ২০২৪
রোহিত শর্মা ফিরলেও পার্থে অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচের উদ্বোধনী জুটিকেই দ্বিতীয় টেস্টের জন্য রেখে দিচ্ছে ভারত। অ্যাডিলেইডে দিবা-রাত্রির টেস্টে তাই মিডল-অর্ডারে ব্যাট করবেন বলে ভারত অধিনায়ক নিজেই জানিয়েছেন।
শুক্রবার অ্যাডিলেইডে শুরু হতে যাওয়া এই ম্যাচে ওপেনিংয়ে থাকবেন যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুল।
সদ্যজাত সন্তান ও স্ত্রীকে সময় দিতে ভারতের থেকে যাওয়ায় পার্থে প্রথম টেস্টে রোহিত দলে ছিলেন না। তার অনুপস্থিতিতে রাহুল সুযোগ পেয়ে জয়সোয়ালের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ২০১ রানের রেকর্ড ওপেনিং জুটি গড়ে দলের ২৯৫ রানের বিশাল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচের আগের তিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রোহিত বলেন, “সে (রাহুল) ওপেনিং করবে। আমি মিডল-অর্ডারের কোথাও ব্যাট করব। আমরা ফল চাই, সফল হতে চাই। প্রথম টেস্টে, তারা দুর্দান্ত ব্যাট করেছে।”
“আমি মনে করি, এখন এটাতে (উদ্বোধনী জুটিতে) পরিবর্তনের প্রয়োজন নেই। ভবিষ্যতে হয়তো পরিস্থিতি অন্যরকম হবে।”
সাম্প্রতিক সময়ে রোহিতের ফর্ম নিয়ে দলে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। শেষ ১০ টেস্ট ইনিংসে তার ফিফটি মাত্র একটি। ভারত অধিনায়ক মনে করেন, পার্থ টেস্টে রাহুল ও জয়সোয়ালের উদ্বোধনী জুটি ম্যাচটিকে ভারতের পক্ষে এনে দেয়।
“রাহুল যেভাবে বিদেশের মাটিতে ব্যাট করেছে, তার ওপর ভিত্তি করে এই মুহূর্তে ওপেনিংয়ের জায়গাটা তার প্রাপ্য।”
মিডল-অর্ডারে নামা সহজ নয় বলেও উল্লেখ করেন রোহিত। তবে দলের সাফল্যের কথা ভেবে এটি প্রয়োজন বলে তিনি মনে করেন।
অ্যাডিলেইডে গোলাপি বলের সুইং এবং কৃত্রিম আলোর নীচের কন্ডিশন ভারতীয় ব্যাটিং লাইনআপের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবে রোহিত জানান, প্রস্তুতি ম্যাচ খেলার ফলে তারা এই কন্ডিশনের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিতে পেরেছেন।
“আমরা গত তিন দিন এখানে অনুশীলন করেছি। আমার মনে হয়েছে, যত বেশি সময় গোলাপি বলে খেলা যায়, পরিস্থিতি তত সহজ হয়।”
মন্তব্য করুন: