সৌম্যর ব্যাটিং তাণ্ডবে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর

৭ ডিসেম্বর ২০২৪

সৌম্যর ব্যাটিং তাণ্ডবে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর

প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছিল রংপুর রাইডার্স। কিন্তু সেখান থেকে প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লেখল তারা। শিরোপা লড়াইয়ে জ্বলে উঠল সৌম্য সরকারের ব্যাট। বাঁহাতি এই ব্যাটারের তাণ্ডবে অস্ট্রেলিয়ার দল ক্রিকেট ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরের শিরোপা জিতেছে বাংলাদেশের দলটি।

গায়ানায় বাংলাদেশ সময় শনিবার সকালে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ১৭৮ রান করে রংপুর। জবাবে রিশাদ হোসেন-শেখ মাহেদী হাসানের ঘূর্ণি যাদুতে ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া।

রংপুরের জয়ের ভিতটা গড়ে দেন মূলত সৌম্যই। উদ্বোধনী জুটিতে যুক্তরাষ্ট্রের স্টিভেন টেইলরকে নিয়ে গড়েন ৮৪ বলে টুর্নামেন্ট সর্বোচ্চ ১২৪ রানের জুটি। ৪৯ বলে ৪টি করে চার ও ছক্কায় টেইলর ৬৮ রান করে ফিরলে এই জুটি ভাঙে।

সঙ্গীর বিদায়ের পর বাকি সময়টা ব্যাট হাতে একাই তাণ্ডব চালান সৌম্য। ৩৩ বলে ফিফটি হাঁকানো এই ব্যাটার পুরো ২০ ওভার ক্রিজে থেকে অপরাজিত থাকেন ৮৬ রানে। ৫৪ বলের এই ইনিংসটি সাজান ৭ চার ও ৫ ছক্কায়।

রান তাড়ার শুরুটা ভালো হলেও এরপর তা ধরে রাখতে পারেনি ভিক্টোরিয়া। প্রথম ৭ ওভারে ১ উইকেট হারিয়ে তোলে ৬৫ রান। এরপর রংপুরের স্পিনে কাবু হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়ার দলটি। ওপেনার জো ক্লার্ক ছাড়া আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। ডানহাতি এই ব্যাটার একাই করেন ২২ বলে ৪০ রান।

মাহেদী, রিশাদ, সাইফ হাসান ও যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিংয়ের ঘূর্ণিতে দিশেহারা হয়ে ১১ বল আগে শেষ হয় ভিক্টোরিয়ার ইনিংস। হারমিতের শিকার ৩ উইকেট। মাহেদী, রিশাদ ও সাইফের শিকার ২টি করে উইকেট।

ফাইনালের সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও হয়েছেন সৌম্য। ১৪২ দশমিক ৪২ স্ট্রাইক-রেটে বাঁহাতি এই ওপেনারের রান ১৮৮। ভিক্টোরিয়ার বিপক্ষে লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে করেন ৫১ রান। অন্য তিন ম্যাচে করেন ২৭, ২ ও ২২ রান।

পাঁচ দলের গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রাইজমানি হিসেবে ৫ লাখ ডলার পেয়েছে রংপুর। আর লিগ পর্বের দুই ম্যাচ জিতে তারা পেয়েছে আরও ৫০ হাজার ডলার।

মন্তব্য করুন: