অ্যাটকিনসনের হ্যাটট্রিকের পর ইংল্যান্ডের বড় লিড

৭ ডিসেম্বর ২০২৪

অ্যাটকিনসনের হ্যাটট্রিকের পর ইংল্যান্ডের বড় লিড

ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ২৮০ রানে থামিয়ে দেওয়ার পর আগের দিনই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল নিউ জিল্যান্ড। দ্বিতীয় দিন সকালে সেই বিপর্যয় আরও বাড়িয়ে দিলেন গাস অ্যাটকিনসন। ডানহাতি এই পেসারের হ্যাটট্রিকে দ্রুতই গুটিয়ে গেল স্বাগতিকরা। এরপর আক্রমণাত্মক ব্যাটিংয়ে দিনের খেলা শেষে ৫৩৩ রানে এগিয়ে আছে ইংলিশরা।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শনিবার ৫ উইকেটে ৩৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। এর আগে দিনের শুরুতে অ্যাটকিনসনের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে ১২৫ রানে অলআউট হয় নিউ জিল্যান্ড। ৭৩ রানে জো রুট এং ৩৫ রানে বেন স্টোকস তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

এদিন ৫ উইকেটে ৮৬ রান নিয়ে মাঠে নামা কিউইদের ইনিংসে স্থায়িত্ব ছিল ৮ ওভার ৫ বল। শেষ তিন ব্যাটারকে ফিরিয়ে স্বাগতিকদের অলআউট করার পাশাপাশি নিজের হ্যাটট্রিকও পূরণ করেন অ্যাটকিনসন। ৩৫তম ওভারের তৃতীয় বলে ন্যাথান স্মিথকে বোল্ড করেন এই পেসার। পরের বাউন্সার ডেলিভারিতে গালিতে ক্যাচ দেন ম্যাট হেনরি। পঞ্চম ডেলিভারিতে টিম সাউদিকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন অ্যাটকিনসন।

২৬ বছর বয়সী এই পেসার নিজের প্রথম হ্যাটট্রিকের পাশাপাশি আরেকটি কীর্তি গড়েছেন। বেসিন রিজার্ভে ১৯৩০ সাল থেকে টেস্ট ম্যাচ হয়ে আসছে। নিউ জিল্যান্ডের সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ হয়েছে এই মাঠেই। আর এই ভেন্যুর ৬৯তম টেস্টে এসে প্রথম হ্যাটট্রিক করা বোলার হিসেবে নাম লেখালেন অ্যাটকিনসন। ইংলিশদের হয়ে ১৫তম টেস্ট হ্যাটট্রিক করলেন তিনি।

দ্বিতীয় উইকেটে ২২০ বলে ১৮৭ রানের জুটি গড়েন বেথেল ও ডাকেট১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড দ্বিতীয় ওভারেই হারায় জ্যাক ক্রলির উইকেট। তবে এরপর আর কোন সুবিধা করতে পারেনি কিউই বোলাররা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন বেন ডাকেট ও জ্যাকব বেথেল। দু’জনই এগুচ্ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন সাউদি। ৯৬ রান করা বেথেলকে কট বিহাইন্ড করিয়ে ডানহাতি এই পেসার ভাঙেন ১৮৭ রানের জুটি। এরপর ৯২ রান করা ডাকেটকে বোল্ড করে স্বাগতিকদের কিছুটা স্বস্তি দেন ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলতে নামা এই ক্রিকেটার।

তবে সেই স্বস্তিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। রুট ও হ্যারি ব্রুকের আগ্রাসনে আবারও নিয়ন্ত্রণ নিজেদের দিকে করে নেয় ইংলিশরা। প্রথম ইনিংসের মতো আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫৬ বলে ক্যারিয়ারের দশম ফিফটি তুলে নেন ব্রুক। ডানহাতি এই ব্যাটারের ৫৫ রানের ইনিংসটি থামান গ্লেন ফিলিপস।

দ্রুত ফেরেন অলি পোপও (১০)। শেষ বেলায় ঝড়ের গতিতে রান তুলে ইংল্যান্ডকে ভালো অবস্থানে রেখে দিনের খেলা শুরু করেন স্টোকস। ক্যারিয়ারের ৬৫তম ফিফটি হাঁকানো রুটের সঙ্গে ইংলিশ অধিনায়ক গড়েছেন ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি।

মন্তব্য করুন: