ওয়ালশের কাছে যে পরামর্শ পেলেন নাহিদ

৭ ডিসেম্বর ২০২৪

ওয়ালশের কাছে যে পরামর্শ পেলেন নাহিদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট আগুন ঝরানো বোলিংয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছিলেন নাহিদ রানা। নিয়ন্ত্রিত লাইন-লেন্থের সঙ্গে পুরো ম্যাচে তার গতির ঝড় মুগ্ধ করেছে ধারাভাষ্যকারদের। তাদেরই একজন কোর্টনি ওয়ালশ। ম্যাচ শেষে এই ক্যারিবিয়ান কিংবদন্তি পেসার পরামর্শ দিয়েছেন নাহিদকে।

গত বুধবার শেষ হওয়া জ্যামাইকা টেস্টে দলের হয়ে মাঠে নামেন নাহিদ। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৪ রানে গুটিয়ে যাওয়ার পর তরুণ এই ফাস্ট বোলারের আগুন ঝরানো বোলিংয়ে ১৮ রানের লিড পায় সফরকারীরা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬১ রানে উইকেট নেন নাহিদ। শেষ পর্যন্ত ১৫ বছর পর ক্যারিবিয়ানদের মাটিতে টাইগাররা টেস্ট জেতে ১০১ রানে।

লাল বলের লড়াইয়ের পর রোববার শুরু হচ্ছে দুদলের সাদা বলের লড়াই। ওয়ানডে দলে আছেন অভিষেকের অপেক্ষায় আছেন নাহিদ। ম্যাচের আগে শনিবার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় ওয়ালশের কাছ থেকে পাওয়া পরামর্শের কথা জানান ২২ বছর বয়সী এই ক্রিকেটার।

গত ম্যাচ শেষে কোর্টনি ওয়ালশ বলেছেন যে, তুমি জীবনে যেখানেই থাক শিখতে থাক এবং নিজেকে মেন্টেইন কর। ফিটনেস ধরে রাখ। জীবনে যেখান যাবে শিখবে, শেখার কোন বিকল্প নেই।

প্রতিটি সফরেই নতুন করে শিখছেন জানিয়ে নাহিদ বলেন, “যে কোচের অধীনে আছি, তার কাছ থেকে নতুন কিছু শিখছি। যে দেশে যাচ্ছি ওই দেশের কন্ডিশনে নতুন কিছু শিখছি। শেখার কোনো শেষ নেই। এখানে এসে শিখলাম এই আবহাওয়া এবং ওয়েস্ট ইন্ডিজে কেমন বল করা উচিত।

দেশের ক্রিকেটে কোনো ক্রিকেটার একবার ভালো পারফর্ম শুরু করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় মাতামাতি। গতির ঝড় তোলা নাহিদকে নিয়েও সেরকমই হচ্ছে। তবে এসব কিছুকে মাথায় নেন না বলে জানান তিনি।

ইন্টারনেটে কী চলতেছে এগুলো সেভাবে মাথায় নেই না। শুধু একটা জিনিসেই ফোকাস করতেছে যে, মাঠে কীভাবে পারফর্ম করা যায় এবং দলকে কীভাবে নিজের সেরাটা দেওয়া যায়। যখনই খেলতে নামি মানসিকতা থাকে সেরাটা দিব।দলকে নিজের সেরাটা দিতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে।

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের দল।

মন্তব্য করুন: