এক বছর পর ওয়ানডে একাদশে আফিফ
৮ ডিসেম্বর ২০২৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
রোববার সেন্ট কিটসে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে প্রায় এক বছর একাদশে জায়গা পেয়েছেন আফিফ হোসেন। জাতীয় দলের জার্সিতে গত বছর ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিলেন বাঁহাতি এই ব্যাটার।
একাদশে ফিরেছেন অসুস্থতার কারণে আফগানিস্তানের সিরিজে খেলতে না পারা লিটন দাস এবং চোটের কারণে সেই সিরিজে না থাকা তানজিম হাসান সাকিব। ডানহাতি এই পেসারসহ বাংলাদেশের পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ ও গতির ঝড় তোলা নাহিদ রানা। অধিনায়ক মিরাজের সঙ্গে স্পিনের দায়িত্ব সামলাবেন রিশাদ হোসেন।
গত মাসে নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
১ম ওয়ানডেতে বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
মন্তব্য করুন: