হেড গালি দেওয়ায় উত্তেজিত হয়ে যান সিরাজ

৮ ডিসেম্বর ২০২৪

হেড গালি দেওয়ায় উত্তেজিত হয়ে যান সিরাজ

অস্ট্রেলিয়া-ভারতের অ্যাডিলেইড টেস্টে মাঠের লড়াইয়ের সঙ্গে আলোচনার বিষয় হয়ে উঠেছিল ট্র্যাভিস হেড মোহাম্মদ সিরাজের কথার লড়াই। ভারতীয় পেসার দাবি করেছেন, সংবাদ সম্মেলনে মিথ্যা বলেছেন শতক হাঁকানো হেড। অস্ট্রেলিয়ার এই ব্যাটার তাকে গালি দিয়েছিল বলে অভিযোগ করেছেন সিরাজ।

শনিবার অ্যাডিলেইডে দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় দিন হেডের কাছে ছক্কা হজমের পরের বলে দারুণ এক ইয়র্কারে হেডকে বোল্ড করেন সিরাজ। ১৪১ বলে ১৪০ রান করা ব্যাটারকে ফিরিয়ে বুনো উল্লাসে মেতে ওঠেন ডানহাতি এই পেসার। সময় দুজনের মধ্যে পরিস্থিতি কিছুটা উত্তেজিত হয়ে উঠলে তাদের মাঝে কথা চালাচালি করতে দেখা যায়।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে হেড বলেন, “তাকে (সিরাজ) বলেছিলাম ভালো বল করেছো। কিন্তু সে হয়তো অন্যরকম বুঝেছে। যখন সে আমাকে ড্রেসিং রুমের দিকে যেতে ইঙ্গিত করে, তখন আমার থেকেও কিছুটা ফেরত পেয়েছে সে।

তবে বিষয়টিকে পুরোপুরি মিথ্যে বলে উড়িয়ে দেন সিরাজ। রোববার তৃতীয় দিনের খেলা শুরুর আগে সিরিজের ভারতীয় সম্প্রচারক স্টার স্পোর্টসকে হিন্দিতে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করা এই পেসার সেই ঘটনা তুলে ধরেন।

দারুণ একটা লড়াই চলছিল (হেডের সঙ্গে) সে ভালো ব্যাটিং করেছে। যখন ভালো বলেও ছক্কা খাবেন, এটা আপনাকে উত্তেজিত করে তুলবে। তাকে বোল্ড করে আমি কেবল উদযাপন করেছি, কিন্তু সে আমাকে গালি দিয়েছে। টিভিতেও এটা দেখেছেন। শুরুতে আমি শুধু উদযাপন করেছি। তাকে কিছু বলিনি। সংবাদ সম্মেলনে সে যা বলেছে, সঠিক নয়।ভালো বল করেছোবলে যে কথাটা সে বলেছে, তা মিথ্যা। সে আমাকে যা বলেছে, এটা তা নয়।

আমরা সবাইকে সম্মান করি। এমন নয় যে, আমরা অন্য খেলোয়াড়দের অসম্মান করি। আমি সবাইকে সম্মান করি, কারণ ক্রিকেট ভদ্রলোকের খেলা। কিন্তু সে (হেড) যা করেছে, তা ঠিক ছিল না। আমার তা ভালো লাগেনি।

তৃতীয় দিনের প্রথম সেশনে ভারতকে ১০ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে সিরাজ ব্যাটিংয়ের সময় শর্ট লেগে ফিল্ডিংয়ে থাকা হেডের সঙ্গে কথা বলতে দেখা যায়। তার হাতে ক্যাচ দিয়ে শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন সিরাজ। ম্যাচ শেষে এই দুই ক্রিকেটারকে আলিঙ্গন করতে দেখা যায়।

মন্তব্য করুন: