স্টার্কের মতো বোলার পেয়ে গর্বিত অস্ট্রেলিয়া: কামিন্স
৮ ডিসেম্বর ২০২৪
আগের মতো আর ধার নেই। তবে নিজ গতিতে এখনও ছুটে চলেছেন মিচেল স্টার্ক। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বল হাতে আগুন ঝরিয়েছেন বাঁহাতি এই পেসার। তার মানের একজন বোলারকে দলে পাওয়াটা অস্ট্রেলিয়ার জন্য গৌরবের বিষয় বলে জানিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স।
পার্থে সিরিজের প্রথম টেস্টে বাজেভাবে হারের পর অ্যাডিলেইডে দাপটের সঙ্গে ফিরে আসে অস্ট্রেলিয়া। ট্র্যাভিস হেডের আক্রমণাত্মক শতক এবং পেসারদের দাপটে দিবা-রাত্রির টেস্টটিতে ভারতকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকরা। একই সঙ্গে অ্যাডিলেইডের এই মাঠে গোলাপি বলের আট টেস্টের সবকটিতে জয় পেল তারা।
ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের ভিতটা গড়ে দেন স্টার্ক। প্রথম ইনিংসে আগুন ঝরানো বোলিংয়ে ৪৮ রান ৬ উইকেট শিকার করেন তিনি, যার মধ্যে ছিলেন পার্থ টেস্টের দুই সেঞ্চুরিয়ান যশস্বী জয়সোয়াল ও বিরাট কোহলি। ভারত গুটিয়ে যায় ১৮০ রানে।
দ্বিতীয় ইনিংসেও বল হাতে দুর্দান্ত ছিলেন স্টার্ক। দারুণ এক ইনসুইং ডেলিভারিতে শুবমান গিলের মিডল-স্টাম্প উপড়ে দেন এই ৩৪ বছর বয়সী পেসার। এরপর তৃতীয় দিনের শুরুতে রিশাভ পান্তকে তুলে নিয়ে ভারতের ম্যাচে ফেরার আশাও শেষ করে দেন। এবার সফরকারীদের ইনিংস শেষ হয় ১৭৫ রানে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করা কামিন্স বলেন, “আমরা জানি, আমরা কেমন ভালো দল এবং স্টার্কের মতো একজন বোলার আমাদের দলে থাকা দারুণ ব্যাপার। সে এক দশকেরও বেশি সময় ধরে এটি করে আসছে। তাই আমি নিজেকে ভাগ্যবান এবং গর্বিত মনে করি।”
ব্যাট হাতে ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালানো হেডেরও প্রশংসা করেন কামিন্স। ১৪১ বলে ১৪০ রানের দুর্দান্ত ইনিংসে অস্ট্রেলিয়াকে বড় লিডের পথ দেখান হেড। গত বছর ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা লড়াইয়েও দুর্দান্ত শতক হাঁকান এই বাঁহাতি ব্যাটার। দুটো ম্যাচেই জয় পায় অস্ট্রেলিয়া।
“সে (হেড) এখানে ব্যাট করতে খুব ভালোবাসে।… যখন সে ব্যাট করতে নামল, তখন খেলা যে কোনো দিকে যেতে পারত। কিন্তু সে তা পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিয়েছে।”
মন্তব্য করুন: