অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়ে ব্যাটিংকে দুষছেন রোহিত

৮ ডিসেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়ে ব্যাটিংকে দুষছেন রোহিত

টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ভারতের। সবশেষ পাঁচ টেস্টের চারটিতেই প্রথম ইনিংসে দুইশ রান করতে পারেনি তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইড টেস্টে তারা ব্যর্থ হয়েছে দুই ইনিংসেই। স্বাগতিক পেসারদের কাছে বিধ্বস্ত হওয়ার পর দলের বাজে ব্যাটিংয়ের কথা স্বীকার হয়ে নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

রোববার বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন প্রথম সেশনে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারে ভারত। দিবা-রাত্রির ম্যাচটিতে প্রথম ইনিংসে কেবল ১৮০ রানেই গুটিয়ে যায় তারা। এরপর দ্বিতীয় ইনিংসে তাদের ইনিংস শেষ হয় ১৭৫ রানে।

পার্থে সিরিজের প্রথম টেস্টে ২৯৫ রানে জেতা ম্যাচের প্রথম ইনিংসেও ব্যর্থ ছিল ভারতের ব্যাটিং। ১৫০ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উইকেটে ৪৮৭ রানে ইনিংস ঘোষণা করে তারা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি অস্ট্রেলিয়ার কয়েকটি সুযোগ না নিতে পারার কথাও তুলে ধরেন রোহিত।

আমার মনে হয়, অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ জেতার সেরা সুযোগটি পাওয়া যায় দলের খাতায় রান তুলতে পারলে। প্রথম ইনিংসে আমরা ৩০-৪০ রান কম করেছিলাম। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় কিছু সুযোগ এসেছিল, যেগুলো নিতে আমরা ব্যর্থ হয়েছি। আর এমন সুযোগগুলো মিস করলে (ঘুরে দাঁড়ানো) কখনই সহজ নয় এবং সহজ হবেও না।

প্রতিপক্ষ সবসময়ই এর মাশুল আপনাকে বুঝিয়ে দেবে এবং এটিই ঘটেছে। দ্বিতীয় ইনিংসেও আমাদের মনে হয়েছে কন্ডিশন ভালো; কিন্তু আবারও ব্যাট হাতে আমরা যথেষ্ট ভালো করতে পারিনি।

অস্ট্রেলিয়া সফরের আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয় ভারত। সেই সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে রোহিতের দল অলআউট হয় মাত্র ৪৬ রানে। এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিকরা গুটিয়ে যায় ১৫৬ রানে।

সেই সিরিজে ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে কঠিন কন্ডিশনের কথা জানিয়ে রোহিত বলেন, অবশ্যই, ভারতে (নিউ জিল্যান্ড সিরিজে) আমরা যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারিনি। আমরা এটা (ব্যর্থতা) মেনে নিয়েছি। আমরা একমতও হয়েছি যে, যখনই ভারতে খেলা হবে, খুব কঠিন কন্ডিশনে খেলার চেষ্টা করব এবং আমরা সেটাই চেয়েছি। এটার অন্য কারোর ইচ্ছায় নয়। আমাদের পছন্দ ছিল এবং আমরা জানতাম যে, বড় রানের ম্যাচ হবে না এবং গত চার-পাঁচ বছর ধরে এটাই হয়ে আসছে এবং আমরা এটা মেনে নিয়েছি। তবে যখন আমরা সফরে যাই, তখনই রান করার কন্ডিশন পাওয়া যায়।

সাদা পোশাকে ব্যাট হাতে ভালো সময় কাটছে না রোহিতেরও নিজেরও। সবশেষ ১২ ইনিংসে দুই অঙ্কের ছোঁয়া পেয়েছেন মাত্র ৪ বার। আর ফিফটি করেছেন কেবল একবার।

মন্তব্য করুন: