রিয়াদ-জাকেরের শেষের ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ২৯৫
৮ ডিসেম্বর ২০২৪
তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজের জোড়া ফিফটিতে ভালো সংগ্রহের ভিত পেয়েছিল বাংলাদেশ। তবে শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলীর ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছে সফরকারীরা। জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করতে ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।
রোববার সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৯৪ রান তোলে বাংলাদেশ। শেষ ১০ ওভারে মাহমুদউল্লাহ-জাকের যোগ করেন ৮৪ রান।
ব্যাট হাতে দলকে উড়ন্ত সূচনা এনে দিলেও তা দীর্ঘস্থায়ী করতে পারেনি তানজিদ-সৌম্য সরকার জুটি। আলজারি জোসেফের বলে ১৯ রান করা সৌম্য উইকেটকিপারের হাতে ক্যাচ দিলে ভাঙে ৩৪ রানের উদ্বোধনী জুটি। চার ম্যাচ পর ওয়ানডে একাদশে ফিরে ব্যর্থ হন লিটন দাস। ডানহাতি এই ব্যাটার ফেরেন ২ রান করে।
তৃতীয় উইকেট জুটিতে দ্রুত রান তুলতে থাকেন তানজিদ-মিরাজ জুটি। তবে এক্ষেত্রে অবদান আছে ক্যারিবিয়ান ফিল্ডারদেরও। ব্যক্তিগত ১ ও ৩১ রানে দু’বার জীবন পান মিরাজ।
অপরপ্রান্তে আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে ৪৬ বলে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন তানজিদ। কিন্তু এরপরই বাঁহাতি এই ব্যাটারের রান তোলার গতি কমে আসে। শেষ পর্যন্ত ৬০ বলে ৬ চার ও ৩ ছক্কায় তিনি থামেন ৬০ রান করে। এরই সঙ্গে ভাঙে ৭৯ রানের জুটিটি।
আফিফ হোসেনকে নিয়ে চতুর্থ উইকেটে ৫৪ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকেন মিরাজ। চারে নামা বাংলাদেশ অধিনায়ক ৭১ বলে তুলে নেন ক্যারিয়ারের দশম ফিফটি। অপর প্রান্তে প্রায় এক বছর পর ওয়ানডে একাদশে ফিরে ব্যাট হাতে আত্মবিশ্বাসী ছিলেন আফিফ। কিন্তু ২৯ বলে ২৮ রান করে থামেন এই বাঁহাতি ব্যাটার।
ধীরগতির ইনিংস খেলা মিরাজ রানের গতি বাড়াতে গিয়ে সাজঘরে ফেরেন ৭৪ রান করে। ৬ চার ও এক ছক্কায় এই রান করতে তিনি খেলেন ১০১ বল। এরপর ষষ্ঠ উইকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭৪ বলে ৯৬ রান যোগ করে দলকে তিনশ’র কাছাকাছি নিয়ে যান মাহমুদউল্লাহ ও জাকের। ৪৩ বলে ৩টি করে চার ও ছক্কায় ক্যারিয়ারের ১৭তম ফিফটি হাঁকিয়ে মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ৫০ রানে। ৪০ বলে ৩টি করে চার ও ছক্কায় ইনিংস শেষ হওয়ার এক বল আগে ৪৮ রান করে আউট হন জাকের।
মন্তব্য করুন: