শেষ ওভারের নাটকীতায় ৩য় টি-টুয়েন্টিও হারল মেয়েরা

৯ ডিসেম্বর ২০২৪

শেষ ওভারের নাটকীতায় ৩য় টি-টুয়েন্টিও হারল মেয়েরা

জয়ের জন্য শেষ ওভারে আয়ারল্যান্ডের মেয়েদের দরকার ছিল ১৫ রান। আগের তিন ওভারে কোনো বাউন্ডারি মারতে না পারা দলের জন্য সেটি বেশ কঠিনই ছিল। কিন্তু বাংলাদেশ মেয়েদের ক্যাচ মিসের মহড়ায় সেটি তাড়া করে ফেলে সফরকারীরা। উইকেটের জয়ে স্বাগতিকদের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে আইরিশরা।

সোমবার সিলেটে সিরিজের তৃতীয় শেষ টি-টুয়েন্টিতে উইকেটে ১২৩ রানের সংগ্রহ পায় নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে শেষ ওভারে টানা ৩টি চার মেরে এক বল আগেই আয়ারল্যান্ডকে জয় এনে দেন লরা ডেলানি।

একই সঙ্গে মধুর এক প্রতিশোধ নিয়ে সফর শেষ করল আইরিশরা। মিরপুরে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশড হয়েছিল তারা। এবার সিলেটে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হলো বাংলাদেশ।

লক্ষ্য তাড়ায় শুরুটা দুর্দান্ত হয় আয়ারল্যান্ডের। উদ্বোধনী জুটি থেকেই সফরকারীদের আসে ৫৫ রান। অষ্টম ওভারে এই জুটি ভাঙেন জান্নাতুল ফেরদৌস। এরপর রাবেয়া খাতুনের ঘূর্ণিতে দ্রুত আরও উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে করে নেয় বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে ১৭ থেকে ১৯তম ওভারে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি আইরিশরা।

কিন্তু স্বর্ণা আক্তারের শেষ ওভারে বদলে যায় জয়ের সব সমীকরণ। প্রথম বলে রান আউট হয় এক ব্যাটার। পরের বলে লং অফে ডেলানির সহজ ক্যাচ ফেলেন রিতু মনি। পরের তিন বলে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন ডেলানি। অবশ্য পঞ্চম বলে আরেকটি সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু এবার লং অফে বলের গতিপথ বুঝতে না পেরে ক্যাচ নিতে ব্যর্থ হন জান্নাতুল। 

হতশ্রী ব্যাটিংয়ে আগেই সিরিজ হাতছাড়া করা স্বাগতিকদের ব্যাটিং এদিনও ছিল হতাশাজনক। ১৪ ওভার শেষে উইকেটে ১০৪ রানে থাকা দল শেষ ওভারে উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ১৯ রান। ওপেনার সোবহানা মোস্তারির ইনিংস সর্বোচ্চ ৪৫ এবং তিন নম্বরে নামা শারমিন আক্তারের ৩৪ রান ছাড়া ব্যাট হাতে সুবিধা করতে পারেনি আর কেউই।

অবশ্য শুরুটা বেশ দুর্দান্তই হয়েছিল স্বাগতিকদের। উদ্বোধনী জুটি থেকে আসে ৩৩ রান। চতুর্থ ওভারের শেষ বলে মুর্শিদা খাতুন ১২ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭১ রান যোগ করেন মোস্তারি শারমিন। কিন্তু এই জুটি ভাঙতেই থেমে যায় দলের রানের গতিও। ১৬ বল খেলে অধিনায়ক জ্যোতি করেন মাত্র রান।

মন্তব্য করুন: