৫০ টাকায় দেখা যাবে এনসিএল টি-টুয়েন্টির খেলা

৯ ডিসেম্বর ২০২৪

৫০ টাকায় দেখা যাবে এনসিএল টি-টুয়েন্টির খেলা

বিপিএলের পর দেশের দ্বিতীয় ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট হিসেবে আগামী বুধবার যাত্রা শুরু করতে যাচ্ছে টি-টুয়েন্টি ফরম্যাটে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসর। নতুন টুর্নামেন্টকে সামনে রেখে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। সর্বনিন্ম ৫০ টাকায় দেখা যাবে দেশের ক্রিকেটারদের জন্য শুরু হতে যাওয়া এই আসরের খেলা।

সোমবার সিলেট পর্বের ম্যাচের জন্য টিকিটের মূল্য প্রকাশ করে বিসিবি। সাধারণ গ্যালারিতে টিকিটের মূল্য ৫০ টাকা। ক্লাব হাউজের জন্য গুণতে হবে ১০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডে টিকিটের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।

মঙ্গলবার সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেটের টিকিট বুথে টিকিট বিক্রি শুরুর হবে।

শুধু দেশি ক্রিকেটারদেরকে নিয়ে আয়োজিত ৮ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২৪ ডিসেম্বর। দলগুলো হলো – ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো।

লিগ পর্বের ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও স্টেডিয়ামের আউটার মাঠে। এখান থেকে শীর্ষ ৪ দল উঠবে প্লে-অফে। শিরোপা লড়াইসহ এই ম্যাচগুলোও সিলেটে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন: