বাংলাদেশে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা

৯ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা

আট বছর পর দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নতুন আসর। তবে পাকিস্তানে গিয়ে ভারত খেলতে না চাওয়ায় এখনও টুর্নামেন্ট আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কিন্তু এসবের মধ্যে থেমে নেই প্রতিযোগিতার ট্রফির বিশ্বভ্রমণ। দুই দেশ ঘুরে এবার বাংলাদেশে আসছে এই শিরোপা।

ঢাকায় ট্রফি আসবে সোমবার। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত এটি এখানে থাকবে। রোববার রাতে এক বিবৃতি এই তথ্য জানায় বিসিবি।

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রদর্শনীর জন্য মঙ্গলবার চ্যাম্পিয়নস ট্রফিটি সেখানে নিয়ে যাওয়া হবে। এরপর বুধবার সৈকতের লাবণী পয়েন্টে (সীমান্ত সম্মেলেনকেন্দ্র ঊর্মির সামনে) প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সেখানে ট্রফিটি রাখা হবে।

সেদিনই ঢাকায় আনা হবে শিরোপাটিকে। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের প্রদর্শনের জন্য ট্রফি রাখা হবে।

শুক্রবার ট্রফিটি যাবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই প্রদর্শনীতে জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে।

এরপর বাংলাদেশ থেকে ট্রফিটিকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণ পর্ব শুরু হয় আয়োজক দেশ পাকিস্তান থেকে। গত ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে ছিল ট্রফিটি। এরপর ২৬ নভেম্বর তা নিয়ে যাওয়া হয় আফগানিস্তানে। সেখানে চ্যাম্পিয়নস ট্রফিটি ছিল ২৮ নভেম্বর পর্যন্ত।

মন্তব্য করুন: