হেডের সঙ্গে বাকবিতণ্ডায় সিরাজকে আর্থিক জরিমানা
৯ ডিসেম্বর ২০২৪
অ্যাডিলেইডে সিরিজের দ্বিতীয় টেস্টে ট্র্যাভিস হেডকে বোল্ড করার পর বুনো উল্লাসে মেতে উঠেছিলেন মোহাম্মদ সিরাজ। এরপর কিছুটা বাকবিতণ্ডাতেও জড়িয়েছিলেন তারা। এবার সেই ঘটনায় এই দুই ক্রিকেটারকে শাস্তি দিয়েছে আইসিসি। তবে শাস্তির পাল্লাটা ভারি সিরাজের দিকেই বেশি।
সোমবার এক বিবৃতিতে আচরণবিধি ভঙ্গের দায়ে সিরাজ ও হেডের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়ার কথা জানায় আইসিসি। পাশাপাশি ভারতীয় পেসারকে ম্যাচ ফির ২০ শতাংশ আর্থিক জরিমানাও করা হয়েছে।
ম্যাচ রেফারির কাছে এই দুই ক্রিকেটার নিজেদের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
গত শনিবার অস্ট্রেলিয়া-ভারতের সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন বিতর্কিত এই ঘটার জন্ম দেন সিরাজ ও হেড। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮২তম ওভারে সিরাজকে ছক্কা হাঁকান হেড। পরের বলে বাঁহাতি এই ব্যাটারকে বোল্ড করেন সিরাজ।
১৪১ বলে ১৪০ রান করা হেডকে তুলে নিয়ে উদযাপনের সময় তাকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে দেন ডানহাতি এই পেসার। সে সময় হেডও তাকে কিছু একটা বলেন। এরপর কিছুটা কথার লড়াইয়ে জড়ান এই দুই ক্রিকেটার।
দিবা-রাত্রির এই টেস্টে ১০ উইকেটে জিতে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। আগামী শনিবার ব্রিজবেনে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে দু’দল।
মন্তব্য করুন: