ঢাকা মেট্রো-বরিশাল ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এনসিএল টি-টুয়েন্টি

৯ ডিসেম্বর ২০২৪

ঢাকা মেট্রো-বরিশাল ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এনসিএল টি-টুয়েন্টি

ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের ম্যাচ দিয়ে আগামী বুধবার শুরু হতে যাচ্ছে আট দলের টি-টুয়েন্টি ফরম্যাটে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম আসর। উদ্বোধনী দিনই মাঠে নামবে টুর্নামেন্টের বাকি ছয়টি দলও।

সোমবার এনসিএল টি-টুয়েন্টির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে বিসিবি। বুধবার শুরু হওয়া লিগ পর্ব চলবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও স্টেডিয়ামের আউটার মাঠে প্রতিদিন ৪টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন ম্যাচগুলো শুরু হবে সকাল ৯টা, সাড়ে ৯টা, দুপুর ১টা ও দেড়টায়।

প্রথম শ্রেণির জাতীয় ক্রিকেট লিগের মতো টি-টুয়েন্টির আসরেও অংশ নেবে ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও ঢাকা মেট্রো। বিপিএলের পর দেশের দ্বিতীয় ঘরোয়া এই টি-টুয়েন্টি টুর্নামেন্টে শুধু দেশি ক্রিকেটাররা অংশ নেবেন।

লিগ পর্বের লড়াই শেষে শীর্ষ চারটি দল খেলবে প্লে-অফে। ২১ ও ২২ ডিসেম্বর প্লে-অফের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৪ ডিসেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

মন্তব্য করুন: