দ্বিতীয় ওয়ানডের একাদশে শরিফুল
১০ ডিসেম্বর ২০২৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
মঙ্গলবার সেন্ট কিটসে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একাদশে একটি পরিবর্তন এনেছে মেহেদী হাসান মিরাজের দল। তাসকিন আহমেদের জায়গায় খেলবেন শরিফুল। ফলে বাঁহাতি এই পেসারসহ ম্যাচে পেস আক্রমণ সামলাবেন তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। স্পিনে অধিনায়ক মিরাজের সঙ্গী রিশাদ হোসেন।
গত রোববার একই মাঠে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৯৪ রান করেছিল বাংলাদেশ। তবে ৫ উইকেটে ম্যাচ হারে সফরকারীরা।
২য় ওয়ানডেতে বাংলাদেশ একাদশ :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
মন্তব্য করুন: