লিটনকে অধিনায়ক করে টি-টুয়েন্টি দল ঘোষণা
১০ ডিসেম্বর ২০২৪
লিটন দাসকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। মঙ্গলবার রাত এক বিবৃতিতে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়।
ভারতের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজ দিয়ে এই ফরম্যাট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার জায়গায় দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারি। ওয়ানডে সিরিজের মতো এই সিরিজেও দলে নেই মুস্তাফিজুর রহমান। দলে জায়গা পেয়েছেন তরুণ পেসার রিপন মণ্ডল।
এর আগে টি-টুয়েন্টিতে বাংলাদেশকে একবারই নেতৃত্ব দিয়েছেন লিটন। ২০২১ সালের এপ্রিলে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহর বদলে তার অধীনে মাঠে নেমেছিল বাংলাদেশ। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে ব্যাট হাতে কোনো রান না সাজঘরে ফেরেন লিটন। বাংলাদেশ ম্যাচ হেরেছিল ৬৫ রান।
আগামী ১৬ ডিসেম্বর কিংসটাউনে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে। ১৮ ও ২০ ডিসেম্বর একই মাঠে সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের টি-টুয়েন্টি দল:
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল।
মন্তব্য করুন: