৭ মাস পর মাঠে নেমে ব্যাট হাতে ব্যর্থ তামিম
১১ ডিসেম্বর ২০২৪
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টি দিয়ে সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। তবে বাঁহাতি এই ওপেনারের প্রত্যাবর্তনটা একদমই ভালো হয়নি। হেরেছে তার দল চট্টগ্রাম বিভাগও। আর টুর্নামেন্টের প্রথম দিনই সিলেট বিভাগের হয়ে ১০ ছক্কায় বিধ্বংসী এক শতক হাঁকিয়েছেন জিশান আলম।
বুধবার সিলেটে প্রথমবারের মতো মাঠে গড়ায় দেশীয় ক্রিকেটারদের নিয়ে টি-টুয়েন্টির ঘরোয়া টুর্নামেন্ট এনসিএল টি-টুয়েন্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের চতুর্থ ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে ১০ বলে একটি করে চার ও ছক্কায় ১৩ রান করে বোল্ড হন তামিম। এরপর চট্টগ্রামের দেওয়া ১৩৩ রানের লক্ষ্য ৫ উইকেট হারিয়ে পূরণ করে রংপুর।
এর আগে গত ৬ মে ফতুল্লায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন তামিম। পঞ্চম ওভারে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিতও দেন এই বাঁহাতি ওপেনার। কিন্তু অফ-স্পিনার আনামুল হকের করা ওভারের শেষ ডেলিভারিতে লেগ ও মিডল স্টাম্প উপড়ে যায় ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের।
একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা বিভাগের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম পঞ্চাশের পর সেঞ্চুরি তুলে নেন জিশান। ৩৯ বলে ফিফটি হাঁকানো তরুণ এই ব্যাটার সেঞ্চুরিতে পৌঁছান পরের ১৩ বলে।
আরাফাত সানির করা ১৪তম ওভারে টানা পাঁচটি ছক্কা মারেন ডানহাতি এই ব্যাটার। ৫২ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর আর টিকতে পারেননি জিশান। টি-টুয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ইনিংসে তার ১০ ছক্কার চেয়ে বেশি ছক্কা আছে শুধু তামিম ও নাজমুল হোসেন শান্তর। তারা হাঁকিয়েছেন ১১টি করে ছক্কা।
জিশানের শতকে ৪ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পেলেও ম্যাচ জিততে পারেনি সিলেট। আরিফুল ইসলামের ৪৬ বলে ৬ চার ও ৮ ছক্কার ৯৪ রানের বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে ৬ উইকেটের জয় পায় ঢাকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বরিশাল বিভাগকে ৩১ রানে হারিয়ে আসর শুরু করে ঢাকা মেট্রো। একই মাঠে আরেক ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে খুলনা বিভাগকে ১১ রানে হারায় রাজশাহী বিভাগ।
মন্তব্য করুন: